Re: কম্পিউটার গেম: Lincity ও Simcity
আমি আপাতত সিম ইউনিভার্সিটি ভার্সন খেলতেছি। গত দুইদিন ডাউনলোড করলাম ৯০০ মেগাবাইট।
কিছুদিনের মধ্যেই সিম্স নাইট লাইফ ডাউনলোড করব, এখন তারে জামিন পারের হাই কোয়ালিটি ডাউনলোড করতেছি।
বিটটরেন্ট রক্স! বিরাট বিরাট ফাইলে একশবার পজ/রিজিউম করলেও কোন এরর থাকেনা
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ
৩ ০৮-০৪-২০০৮ ২০:৩৮ সর্বশেষ সম্পাদনা করেছেন আশাবাদী (০৯-০৪-২০০৮ ০১:৫৭)
Re: কম্পিউটার গেম: Lincity ও Simcity
হুমমম উইন্ডোজেও ফ্রি এমন একটি গেমস আছে ওপেনসোর্স নয় (আগে পয়সা দিয়ে কিনতে হতো তবে পুরানো ভার্সন বলে ফ্রিতে দিয়ে দিয়েছে) খেলাটি হচ্ছে "ট্রান্সপোর্ট টাইকুন ডিলাক্স" (খারাপ লাগেনি) লিনাক্স ভার্সনও আছে (লিংক মনে নেই নাহলে দিয়ে দিতাম) তবে লিনাক্স ভার্সন ttd নামে রিপোসিটরিতে মনে হয় ছিল চেক করে জানাবো
আর শামীম ভাই অসংখ্য ধন্যবাদ লিনসিটি শেয়ার করার জন্য
আপডেট:
খেলাটি খেললাম ও বেশ হতাশ হলাম। আরও কিছু আশা করেছিলাম।
অনেক কম তথ্য বা নির্দিষ্ট গাইডলাইনের অভাব অথবা আমার বোঝার অক্ষমতা। গেমপ্লে আমার কাছে কনফিউশিং লেগেছে। বর্ননার সাথে কাজের কোন মিল পাচ্ছিনা।
তবে যারা সিম গেমসের ভক্ত তারা ট্রান্সপোর্ট টাইকুন ডিলাক্স খেলে দেখতে পারেন (গেমটি আগে টাকা দিয়ে কিনতে হলেও এখন মুক্ত করে দেয়া হয়েছে এবং ১০০% লিগ্যাল) গেমসটির উইন্ডোজ ও লিনাক্স ভার্সন রয়েছে (উবুন্টু রিপোসিটরিতে openttd নামে খেলাটি আছে। যদিও আমি লিনাক্স ভার্সন চালাতে পারিনি এডমিনিস্ট্রেটিভ এক্সেস ছিলোনা বলে- এব্যাপারে আলোকিত আপনাদের সাহায্য করতে পারবে)।
উইন্ডোজে খেলেও আমার কাছে এই খেলাটি খুবই ভালো লেগেছে। এবং এই লিনসিটি থেকে আমার কাছে আরও সহজ ও আরও সুন্দর লেগেছে
(শামীম ভাই ট্রান্সপোর্ট টাইকুন ডিলাক্স খেলে দেখুন অনেক ভালো লাগবে)
আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।