টপিকঃ সিগনেচারে ছবি দেয়া যায় না কেনো?
ফোরামের সাক্ষরের জায়গায় কোনো ছবি এড করা যায় না কেনো? ছোট করে একটা জায়গা রাখলে ছবির জন্য তবে অনেক সুন্দর লাগতো। আর প্রোফাইল ছবির ফাইল সাইজ ৩০ কেবির জায়গায় কি ১০০ কেবি করা যায়? ৩০ কেবি ফাইল পাওয়া কষ্ট। বিশেষ করে যখন GIF ফাইল দিতে ইচ্ছে করে তখন ফাইল সাইজ লিমিটের কারনে অনেক ছবি দেয়া যায় না। রিসাইজ করে ৩০ কেবি আনলে কোয়ালিটি বলতে আর কিছু থাকে না।
যা দাবি সেটা হলোঃ
*** সিগনেচারের জায়গায় ছবি যোগ করার ব্যাবস্থা করা হোক।
*** প্রোফাইল পিকচারের সাইজ লিমিট আরো বাড়ানো হোক।
*** যদি পারা যায় তাহলে কোট নোটিফিকেশন ব্যাবস্থা করা যায় কিনা সেটা ভেবে দেখার অনুরোধ রইলো।
কেউ যখন কারো মন্তব্য কোট করবে তখন যেনো ফোরাম একাউন্টে একটা নোটিফিকেশন আসে। তাহলে পোস্টকারী বুঝবে কোন টপিকে তার কোন মন্তব্য কোট হয়েছে কারন অনেক ফোরামিক মন্তব্য করে পরে সেটা ফলো করে না। তাই প্রতিউত্তর দিতে সময় লাগে বা দিতে পারে না।