টপিকঃ আউটসোর্সিং ভিত্তিক উদ্যোগে পরামর্শ চাই
সবাইকে সালাম ও শুভেচ্ছা,
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনেন্স বিভাগে একজন ছাত্র। আমার একজন শিক্ষক আমাকে জানালেন উনি আমাদের মত কিছু তরুণদের নিয়ে অনলাইনে আউটসোর্সিং ভিত্তিক একটা উদ্যোগ শুরু করতে চাচ্ছেন।
আমি ও আমার যে বন্ধুরা এই উদ্যোগে অংশ নিতে চাচ্ছি আমাদের দক্ষতা বলতে বেসিক কম্পিউটিং (Microsof Office, Ineternet Browsing, Email) এবং ইংরেজিতে যোগাযোগের প্রাথমিক ধারণা। আমরা দিনে ৪-৬ ঘন্টা কাজ করতে পারব।
আমরা কোন ধরণের কাজ শুরু করলে সফল হবার সম্ভাবনা বেশি এ বিষয়ে আপদের মূল্যবান মতামত জানাবেন।
ধন্যবাদ
তারিফ হ্ক