Re: মেগা টপিকঃ আমাদের ছোট ছোট সমস্যা ও সমাধান
আমার একই সমস্যা। একটু বাতাসের সংস্পর্শে আসলেই সর্দি লেগে যায়, আর হাঁচি শুরু হলে তো কথাই নেই, টানা হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ । অনেক ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। ট্যাবলেট, নাসাল স্প্রে কিছুতেই কিছু হয়না। শেষে একজন ডাক্তার বললো এ সমস্যা থাকবেই, পরিপূর্ণ সমাধান পাওয়া যাবেনা।
তবে গ্রীষ্মকালে খুব একটা অসুবিধা হয়না, শীতকাল আসলেই বেশি ভুগতে হয়।