টপিকঃ PHP দিয়ে HTML ফাইলের নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে চাই
আমার পিএইচপি ফাইলে ডাইনামিক এডিটর দরকার, যেনো html অংশ সাথে সাথে এডিট করা যায়। এই প্লাগিন টা ব্যবহার করছিঃ
http://www.appelsiini.net/projects/jedi … fault.html
এডিট করতে সমস্যা হচ্ছেনা। সমস্যা হচ্ছে এডিটেড অংশ সেভ করা নিয়ে। যেমন আমি একটা p ট্যাগ এডিট করলাম। এখন এটা সেভ করবো কীভাবে? ডাটাবেজে তো যাবেনা, সরাসরি ফাইলে সেভ হবে। পুরো ফাইল কন্টেন্ট এডিটেবল হলে সুবিধা ছিল ফাইল রাইট অপারেশন ব্যবহার করে সোজা রাইট করে ফেলা যেত। নির্দিষ্ট অংশ বলেই বুঝতে পারছিনা কি করা যায়।