টপিকঃ কাল বাংলাদেশের ক্রিকেটাররা কত রান করবে। ভবিষ্যৎবানী করুন।
না এটা ক্রনিয়ের মত টাকার জুয়া নয়। এটা আমাদের দেশের খেলোয়ারদের ধারাবাহিক পারফরমেন্স এর আঙ্গিকে একটি ভবিষ্যৎবানীর খেলা।
আগামী কাল পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলোয়াররা ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। (বরাবরের মতই কিনা কে জানে) আমরা সবাই তো কমবেশি আমাদের ক্রিকেটারদের ভাল খেলা সম্পর্কে জানি। তো এবার সুধু তাদের দিকেই তাকিয়ে না থেকে তাদের ম্যাচকে পুঁজি করে আসুন আমরা আরেকটা ম্যাচ খেলি।
১. এখানে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে কত রান করবে?
২. আর পরে ব্যাট করলে কত রান করবে?
৩. আশরাফুল কত রান করবে?
৪. প্রথম ৪ জন মোট কত রান করবে?
(৬ রানের দুরত্ব বলুন। যেমন ২০০-২০৬ বা ৪৬-৫২ বা ১২-১৮ ইত্যাদি)
রানের প্রশ্নে যার উত্তর সামনে ও পেছনে (+৬-) রানের মধ্যে থাকবে তাকে আমি দু'টো রেপু দিব।
পরের দুটো প্রশ্ন গুলো যদি খুব কাছাকাছি মিলে যায় তাহলেও রেপু পেতে পারেন।
আসলে সময়ের অভাবে এই মুহুর্তে ঠিক কিভাবে এটাকে আরও নান্দনিক করা যায় তা ঠিক ভেবে উঠতে পারলাম না। আপনাদের কাছ থেকে চমৎকার কোন ধারণা সানন্দে গৃহিত হবে।
(খেলা শুরু হওয়ার আগের উত্তরগুলোই কেবল গৃহিত হবে)
(যারা মনে করেন নেতিবাচক মন্তব্যই বাংলাদেশের খেলোয়ারদের খারাপ পারফরমেন্স এর জন্য দায়ী তাদের কে আহ্ববান জানাই, এখনই খেলোয়ার দের নামে ইতিবাচক মন্তব্যের জিকির করা শুরু করে দেন। কাল দেখব কয় জনের জিকির কামে লাগছে )