Re: কাল বাংলাদেশের ক্রিকেটাররা কত রান করবে। ভবিষ্যৎবানী করুন।
শিপলু লিখেছেন:১. এখানে যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে কত রান করবে? ১৩০
২. আর পরে ব্যাট করলে কত রান করবে? ৭০
৩. আশরাফুল কত রান করবে? ৬
৪. প্রথম ৪ জন মোট কত রান করবে? ৫০আমি নৈরাশ্যবাদি।
:-SS:-SS
১. হয় নাই
২. হয় নাই
৩. হইছে (৬-৬) <= ৯ <= (৬+৬)
৪. হইছে (৫০-৬) <= ৫২ <= (৫০+৬)
অভিনন্দন শিপলু ভাই।
আমি বলেছিলাম যদি রানের প্রশ্নে উত্তর মিলে যায় তাহলে দু'টো রেপু দিব। কিন্তু দু:খজনক ভাবে হলেও তা মিলে নাই। আর পরের গুলো মিললেও রেপু দিব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বর্তমান সময়ের বাংলাদেশের ছ্যাচড়া রাজনীতিবীদ নয়। (তাদের ধিক) তাই অবশ্যই আমি আমার কথা রাখব।
আর আপনার পরের দু'টো উত্তরের সাথে আমাদের এম সি গুলোর পারফরম্যান্স মিলে গেছে। আবারও অভিনন্দন।