টপিকঃ কীবোর্ড লেআউট লিস্টে m17n এর কীবোর্ড গুলো শো করছে না
সমস্যাটা খুবই ছোট। বাংলা লেখার জন্য ইউনিজয় কীবোর্ড লেআউট ব্যবহার করি, সেজন্য m17n-db আর ibus-m17n প্যাকেজ ইন্সটল করি। তারপর উবুন্টু হলে ড্যাশে Text Entry লিখে সার্চ দিতাম, সেখান থেকে টেক্সট এন্ট্রি সেটিংস থেকে ইউনিজয় সিলেক্ট করে দিলেই কাজ শেষ হয়ে যেত।
উবুন্টু 13.10:
কিন্তু মিন্ট 16 তে Keyboard Layout এর অপশন গুলোতে ইউনিজয় দেখাচ্ছে না। ইনফ্যাক্ট m17n প্যাকেজের কোন কীবোর্ডই দেখাচ্ছে না, শুধু বিল্ট ইন বাংলা কীবোর্ড গুলো দেখাচ্ছে।
মিন্ট 16:
তাই টার্মিনালে গিয়ে ibus-setup চালিয়ে ইনপুট ibus preferences থেকে m17n প্যাকেজের ইউনিজয় সিলেক্ট করি, এবং সেভাবেই এখন বাংলা লিখছি ইউনিজয় দিয়ে।
কিন্তু এই মেথডটা পছন্দ হচ্ছে না, কারণ মিন্টের সিনামন ডেস্কটপের প্যানেলে কারেন্ট কীবোর্ড হিসেবে সেই দেশের পতাকা দিয়ে দেখায়, যেটা দেখতে ব্যাপক সুন্দর লাগে।
প্রভাত
সুইডিশ
কিন্তু ibus-setup চালানোর সাথে সাথে সব পতাকাটা গায়েব। লগআউট-লগইন করলে আবার পতাকাটা দেখা যায়।
কিন্তু যেই মুহূর্তে ibus এর কীবোর্ড লেআউট চেঞ্জ করতে যাই, সাথে সাথে পতাকাটা আবার গায়েব হয়ে যায়।
তাই কিভাবে নিচে দেয়া কীবোর্ড লেআউট লিস্টে m17n এর কীবোর্ড লেআউট গুলো আনা যায় সেটা জানতে চাইতেছি।
কি করা যায় ভাই, কোন আইডিয়া?