Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘তিন জমিদার’-এর প্রস্তাবের পক্ষে !!!!!!!!!!!!!
দেশের স্বার্থ ক্রিকেটর স্বার্থ দেখে লাভ নাই। দেখতে হবে এতে আমার পকেটে নগদ কিছু আসছে কিনা। যেহেতু নগদ প্রাপ্তির সম্ভাবনা প্রবল সেহেতু জমিদারদের কথা মেনে নেয়াটিই উচিত ।
Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘তিন জমিদার’-এর প্রস্তাবের পক্ষে !!!!!!!!!!!!!
প্রথমেই বুঝতে হবে, প্রস্তাব কারীদের মধ্যে ভারতের নামটা আছে। আর যেখানে ভারত রায়েছে সেখানে BAL সরকার মুখ বুজে সহ্য করবে এতে অবাক হবার কি আছে? আর BAL সরকার যেখানে নিশ্চুপ সেখানে BCB সরব হবে এমন আশাকরা পাগলামীর নামান্তর।
দ্বিতীয়ত বুঝতে হবে, এটা আমাদের অকৃত্রিম বন্ধু রাস্ট্র এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ভাবে সহায়তা করা ভারতের জন্য লাভজনক প্রস্তাব। এই প্রস্তাবের বিরোধীতা করা তাও আবার পাকি রাজাকারদের সাথে জোট বোধে!!! নাউজুবিল্লাহ............। এই কাজ সম্পুর্ণ রুপে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।
জয় মুক্তিযুদ্ধের চেতনার জয়...................
(অনেকদিন পরে কমেন্ট করলাম। তাও আবার প্রচন্ড ক্ষোভ নিয়ে। আবার হয়ত কয়েকজন ইনবক্সে মানসিক রোগী বলে মেসেজ পাঠাবে। ভাই, আমি পাগল এই কথাটা ইনবক্সে না বলে সবাইকে দেখায়া বললেই খুশি হই। হ্যাপি ফোরামিং......)
Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘তিন জমিদার’-এর প্রস্তাবের পক্ষে !!!!!!!!!!!!!
এমন আজব নিয়ম আর কোনো খেলায় আছে ? যেখানের খেলাটির নিয়ন্ত্রক সংস্থা নিজেই খেলাটিকে ধ্বংসের দিকে নিয়ে যায় ?
Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘তিন জমিদার’-এর প্রস্তাবের পক্ষে !!!!!!!!!!!!!
পুরাই ফাইজলামি মনে হইতেছে এইটা !!! এইধরনের কর্মকান্ড কিভাবে বিসিবি সমর্থন দিচ্ছে সেটাও মাথাতে ঢুকতেছে না, তবে অর্থপ্রাপ্তির ব্যপার হলে এইটা তাদের দ্বারাও সম্ভব এবং ঘটনা তাইই তো মনে হচ্ছে
৬ ২৪-০১-২০১৪ ১৪:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন রাজ হাসান (২৪-০১-২০১৪ ১৪:৩৭)
Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘তিন জমিদার’-এর প্রস্তাবের পক্ষে !!!!!!!!!!!!!
আমার প্রস্তাবনা হল গিয়ে এই তিন জম ই দার দের বাদ দিয়ে বাকী সবগুলো দেশ WCC গঠন করুক।জমিদার শালারা থাকুক আইসিসি নিয়ে,ঐ তিন জমিদার শুধু তিনাদের মাঝেই সারা বচ্ছর টেস্ট খে্লব।বাকী দেশ গুলো যথা নিয়মে খেলব ঐ তিন জম ইদার দের ছাড়া।তাহলে উচিত শিক্ষা হবে কথায় আছে না পিপিলিকার পাখা গজায় ...............।তাদের দশা হইছে সেই।
আর সবশেষে যেটা মনে হচ্ছে বর্তমানে আমাদের দেশপ্রেম হইয়া গেছে ব্যবসার মত এবং দেশপ্রেমের ভিতরে ঢুইকা গেছে রাজনীতি।ব্যবসায় যেমন আমরা নগদ লাভ খুজি সেইরূপ দেশপ্রেম এ ও নগদ লাভ খুজি বলেই আমাদের এই দশা।
৮ ২৪-০১-২০১৪ ১৬:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (২৪-০১-২০১৪ ১৬:২৮)
Re: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘তিন জমিদার’-এর প্রস্তাবের পক্ষে !!!!!!!!!!!!!
তিন জমিদার স্টুপিড তো হলোই সাথে দেখি তাদের প্রজাও স্টুপিড হয়ে গেছে।এটা একটা স্টুপিড নিয়ম ছড়া আর কিছুই নয়,এটা ক্রিকেটকেই সর্বনাশ করবে।অন্যদেশগুলো কি সিদ্ধান্ত নিছে?