টপিকঃ কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

একটা সরকারী জবের এপ্লাইয়ের জন্য কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন। ( এই কম্পিউটার শিক্ষা সনদ যে কত প্রকার আছে!! ইউনি থেকে গলির মোড়ের কম্পোজের দোকানেও দিচ্ছে )
এমএসওয়ার্ড, ইমেইল পাঠানো এই দুটোর উপর দক্ষতা বা জ্ঞানের সনদ জমা দিতে বলেছে।
এখন কোথা থেকে এই সনদ নেওয়া যায়? যেহেতু আগে কোথাও পড়িনি এখন এই কম সময়ে পড়ে তারপর সনদ নিব কিভাবে?
এই সনদ কি বানিয়ে নিলে তারা ক্রস চেক করবে? শুধু ওয়ার্ড এবং ইমেইল কোন প্রতিষ্ঠান শেখায়??
উল্লেখ্য তারা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ করেনি...

সর্বশেষ সম্পাদনা করেছেন কুম্ভ (২০-০১-২০১৪ ০৪:০৬)

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

নীল ক্ষেত আছে কি করতে ?
আপনিতো ইমেইলো পাঠাতে পারেন আর ওয়ার্ডো তাইলে যাষ্ট একটা সার্টিফিকেট থাকলেই চলবে।মূল দক্ষতা যা দেখার আপনার কাজ দিয়েই দেখবে সার্টিফিকেট শুধু নাম মাত্র।

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

নামে মাত্র দেখে, চেক করা হয় না

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

তাহলে কোন প্রতিষ্ঠানের বানাই বলেন তো?? 
নাকি নিজের নামে প্রতিষ্ঠান tongue tongue

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

কেমন লাগে বলেন?? ওয়ার্ড আর মেইল পাঠাতে পারি কিনা তারই আবার সনদ ......
রবংপুরে খুঁজলাম নেই...  কেউ আমাকে গোঃবাঃ এক কপি সার্টিফিকেট পাঠায় দেন। অথবা নমুনা...

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

আমার চাকুরীর টা আমার প্রতিষ্ঠানের এবং আমার সাইনেই দিয়া দিছি  big_smile

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

ভাই প্লিজ লাগে আমার নামের একটা সনদ তৈরি করে স্ক্যান করে ইমেল করেন।
আমি সেটা ফটোকপি করে সত্যায়িত করে জমা দেই। লাস্ট ডেট কাছাকাছি।
পরে এসে হাদিয়া দিয়ে মূল সার্টিফিকেট নিয়ে যাব কথা দিচ্ছি...

আপনার মেইলে নাম, ঠিকানা, জন্ম সাল পাঠাচ্ছি
আর কি কি লাগবে জানবেন প্লিজ

১০

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

নিল খেতে সবই হয় দেখি!

১১

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

আপনার নাম ঠিকানা গোবা করেন , আমার প্রঠিস্টহানের টা দিয়ে দেই।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (০৩-০২-২০১৪ ১৭:৩২)

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

হেঃ হেঃ দেইখেন বিপদে পইরেন না...  tongue tongue  আজকে পিকচার রিসাইজ করতেই খবর হয়ে গেছিলো... ( জ্বী আমিই সেই লোক  wink )

১৪

Re: কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন

সার্টিফিকেট ফোর্জ করতে পারেন। তবে ভবিষ্যতে কখনো ক্রস চেক করলে ধরা খাবেন।

সব কিছু লক্ষ্য করাই আমার অভিশাপ

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত