টপিকঃ কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন
একটা সরকারী জবের এপ্লাইয়ের জন্য কম্পিউটার শিক্ষা সনদ প্রয়োজন। ( এই কম্পিউটার শিক্ষা সনদ যে কত প্রকার আছে!! ইউনি থেকে গলির মোড়ের কম্পোজের দোকানেও দিচ্ছে )
এমএসওয়ার্ড, ইমেইল পাঠানো এই দুটোর উপর দক্ষতা বা জ্ঞানের সনদ জমা দিতে বলেছে।
এখন কোথা থেকে এই সনদ নেওয়া যায়? যেহেতু আগে কোথাও পড়িনি এখন এই কম সময়ে পড়ে তারপর সনদ নিব কিভাবে?
এই সনদ কি বানিয়ে নিলে তারা ক্রস চেক করবে? শুধু ওয়ার্ড এবং ইমেইল কোন প্রতিষ্ঠান শেখায়??
উল্লেখ্য তারা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ করেনি...