টপিকঃ শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
কি ব্যপার এমনে চোখ ছানা বড়া করে তাকানোর কিছু নাই!
এই সব কথা মনে থাকে না কারো। তা কেন মনে থাকবে! মনে তো থাকব, কে কারে গুঁতা দিল; কে কারে মারল; কে কাকে খাইল
হাটি হাটি পা পা করে আজ ফোরাম ৭ বছরে পা দিল
যতদুর জানি ২০০৭ সালে এই দিনে/রাতে প্রজন্ম ফোরাম আনুষ্ঠানিকভাবে(!) তার যাত্রা শুরু করে!
ফোরামের প্রথম দিকের বেশি ভাগ সদস্য আমার জানা মতে সামু ব্লগে ছিল! সামু ব্লগের কিছুদিন পরই এই ফোরাম চালু হয়!
ফোরামের আসার পর জানলাম, সামু ব্লগের রাজুদাই এই ফোরাম চালু করেন। সামুতে নিয়মিত ছিলাম। ফোরামের সংস্পর্শে খুব একটা থাকা না হইলেও টপিক সার্চ করতে করতে এইখানে ঘুরে যাওয়া হয়ত!
যাক! আমার দিন-ক্ষন সঠিক জানা না থাকলেও এটা জানতাম ২০০৬/২০০৭ শেষ অথবা শুরু দিকে এর যাত্রা! ফোরামে একটা টপিকও টপিক ও পেলাম একটা!
এত পুরানা সদস্যদের কি কিছু মনে নাই! কবে থেকে কি হইল! হুম! আর কারো মনে না থাকলেও রাজুদার মনে থাকার কথা! আমি আশা করছিলাম একটা টপিক! উনার থেকে ! না পেয়ে আমি দিলাম
অবশ্য এর জন্য রহস্য মানবকে একটা ধন্যবাদ দিতে হয়! সে না বললে হয়তো আমার সঠিক তারিখ টা জানা হয়ত না! গেল বছর আমি এই সময়টাতে ছিলাম না!
অনেক ঝড়-ঝাপটার মধ্য দিয়ে মনে হয় প্রজন্ম ফোরাম এতটুকু এল। এর সমস্ত ক্রেডিট - এইখান কার মডারেটর, এডমিন, কারিগরি নিয়ন্ত্রক আর যারা যারা মূলত এর সাথে জড়িত। তাদের অতি ভালবাসার ফল; আজ আমরা এতগুলো ফোরামিকগন ভোগ করছি!
অনেক সময় অনেক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে প্রজন্মতে, এবং তা কখন কঠোর, কখন খুব সুন্দর ও সুষ্ঠভাবে পরিস্থিতিকে সামাল দেয়া হয়েছে!
সবার মধ্যে যতটুকু সম্ভব ঐক্য বদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে! আসলে কিছু করতে হয় নাই, যে একবার ঘুরে গেছে এইখানে! সে মায়ার টানে আবারও ফিরে এসেছে, আবার সাথে নতুন অনেককে ধরে এনেছে
আর হাঁ এখানের সদস্যরা না থাকলে তো এই প্রজন্ম ফোরামও মনে হয় থাক নাই।
আশা করি অতীতের ভুলভ্রান্তি-গুলো শুধরে নিয়ে প্রজন্ম ফোরাম আরও অনেক অনেক দিন টিকে থাকবে এই তার-জালের দুনিয়ায়!
(আমি কি বেশি ভাষণ দিয়া ফেললাম
যাক, বানান ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন! এতে আপনাদের চোখ আরাম পাবে!
)