Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
বাহ! এক এক জনের কাছে এক এক নাম!
প্রজন্ম বাবু, প্রজন্ম পরিবার, প্রজন্ম গুড্ডুগুড্ডু
যাক! যে একবার ঘুরে গেছে সে মায়ার টানে হোক আর এমনে হোক আবার হাজির হয়েছে ঠিকিই!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
বাহ! এক এক জনের কাছে এক এক নাম!
প্রজন্ম বাবু, প্রজন্ম পরিবার, প্রজন্ম গুড্ডুগুড্ডু
যাক! যে একবার ঘুরে গেছে সে মায়ার টানে হোক আর এমনে হোক আবার হাজির হয়েছে ঠিকিই!
শুভ জন্মদিন প্রজন্ম পরিবার ।
ইলিয়াস ভাইজানের ভাষায় ই বলব তা না হলে শত ঝগড়া ভুলে ও আম্রা আমরাই ত । ফোরামে আসি কিভাবে ভুলে গেছি তবে মাইক্রোকাতার আর মেহদী ভাই এর পিছনে পিছনে এসে ফোরামের দিশা পেয়েছিলাম ।
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। 'Jol Kona' -কে ধন্যবাদ সময়মতো এই পোস্টটি করার জন্য।
শুভ জন্মদিন প্রজন্ম।
নেটে মোবাইলের কি যেন খুজতে খুজতে এখানে আসা। পরে বেশীরভাগ সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই নজর রাখতাম বেশী। এখন ওখানে তেমন-কোন পোস্ট হয়না বলে অন্য জায়গাগুলোতে ঢু মারি।
আচ্ছা এই টপিকটা কি নোটিশ বোর্ডে সরিয়ে নেওয়া যায় না ?
শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম। দেরী হয়ে গেলো--- তাই মাপ করে দেবেন।
আরো তো কিছু দিন বাকি আছে
জন্মদিন তো বাকি আছে.......... এখনই কি
শুভ জন্মদিন । পাশে ছিলাম
পাশে আছি
পাশে থাকবো ৷
প্রজন্মের জন্মদিন উপলক্ষে সকল ফোরামিককে আমার পক্ষ হতে শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাতে পুরান ফোরামিক রা যেন একবার ঘুরে যান
বহুদিন পরে অনেক পুরাতনদের উকিঁমারা দেখে আমিও একটু উঁকি না মেরে থাকতে পারলামনা......... হ্যাপী বাড্ডে ফোরাম........ফোরামকে কিছুই দিতে না পারলেও অনেক কিছুই নিয়েছি.......শিখেছি....স্পেশালি আমার কাছে মূতর্ীমান আতংকের বাংলা টাইপিংটা। তাই আজীবন কৃতজ্ঞতা সব মডুদের জন্য......।
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম!
০.০৫৬১২৮০২৫০৫৪৯৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৭.৩০৬৮৮৪৬০৫২৫৫ টি কোয়েরী চলেছে