টপিকঃ রেসিপিঃ চিলি চিজ টোস্ট
সকালে কিংবা বিকেলের নাস্তার জন্য চটজলদি একটা রেসিপি দিলুম।
উপকরনঃ
পাউরুটি ৩ পিস
পনির গ্রেট করা ৩ টেবিল চামচ
গাজর কুচি ১ টে/চা
কাঁচা মরিচ কুচি ১ চা/চা
প্রনালিঃ
পাউরুটি টোস্টারে হাল্কা টোস্ট করে নিন। তারপর রুটির উপর গাজর কুচি, কাঁচামরিচ কুচি এবং গ্রেট করা পনির ছড়িয়ে মাইক্রোওয়েভে ৫মিনিট গরম করে নিন। ব্যাস হয়ে গেল। এর চেয়ে সোজা নাস্তা আর আছে কি?