টপিকঃ JS , Ajax, jQuery তে সাহায্য প্রয়োজন
আমি একটা প্রোজেক্টে এজাক্স দিয়ে কিছু ডাটা অন্য পেজ থেকে কল করে একটি div এর মধ্যে দেখাচ্ছি। সমস্যা হল ওই পেজে আমি কিছু জাভা স্ক্রিপ্ট দিয়েছি , আমি চাচ্ছি যে, অই জাভা স্ক্রীপ্ট এক্সিকিঊট হোক। অর্থাৎ এখন হচ্ছে না। নিচে কোড এক্সাম্পল দেওয়া হল
মেইন পেইজঃ
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.8.2/jquery.min.js"></script>
<script type="text/javascript">
var url = "loadQuiz.html";
$.ajax({
type: 'GET',
url: url,
dataType: 'html',
complete: function() {
},
success: function(html) {
document.getElementById("content").innerHTML= html ;
}
});
</script>
<span id="content"></span>
<a href='#' onclick="loadQuiz()">Load</a>
ডটার পেজঃ
This is data
<script type="text/javascript">
alert("ho ho");
</script>