Re: সয়ামিট রান্না
দারুন হয়েছে দেখতে। খেতেও নিশ্চই সেইরকম উপাদেয় হয়েছে
আমিও কিন্তু সয়া আগে ভেজে পরে গরম জলে ডুবিয়ে রাখি।
ধন্যবাদ, মুন্নী! খেতে বোধহয় ভালই হয়েছে। আমার বাড়ির অন্যান্য বাসিন্দারা খেয়ে ভূয়সী প্রশংসা করেছে। কিন্তু আমার মোটামুটি লেগেছে। আর একজনকে পাওয়া গেল যে ভেজে জলে ডুবায়
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।