Re: রান্নাঘরের খুঁটিনাটি জিনিশ!
আহমাদ মুজতবা লিখেছেন:IKEA তে মাস্ট পাবেন
![]()
এই টাইপ মেশিনের কথা বলেছি
জিনিস পাত্তি দিবা আর মিক্সড করে রেডিমেড বের হবে -_- এমন হলে স্যান্ডুইচ মেকার, কফি মেকার, জুস ব্লেন্ডার এইগুলা আসবে
তুমি লাইনে থাক! মুজ্জি! বুঝছি তোমার কি জিনিশ লাগবে
![]()
অপেক্ষা কর! আসতেছে
nah যেসব কফি ব্রু করার সেগুলা ব্রুই করা লাগে। এটা চিনি, দুধ মিলিয়ে কফি বানানোর জিনিশ না। এটা শুধু কফির বিন গুলো ব্রু করে দিবে তারপর নিজের ইচ্ছামতো স্যুগার আর মিল্ক এড করে নিবেন। নেসক্যফের গুড়া যেটা সবচেয়ে বেশী এভেইলেবল সেটা হচ্ছে ডিফরেন্ট টাইপ কফি যেগুলা গরম পানিতে দিলেই হয়। তবে ব্রু করার কফি আলাদা এগুলো ব্রু না করলে খাওয়া যায় না