Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
পেজফাইলের সাইজ বাড়ায়ে দেখেন(ভারী কাজ করলে র্যাম এর দ্বিগুন)। বারবার সোয়াপিং এর জন্য হয়ত এমন হচ্ছে।
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
আপনার হার্ডডিক্স কোন মডেলের?
খুব সম্ভবত এটা ফলস্ এলার্ম। উইন্ডোজ ৮ এ ডিক্স ইউজেস ফিচারটা মোটেও কাজের কিছুনা। এটা সিগনালটা নেয় মুলত হার্ডডিক্স থেকে(যে সিগনালের মাধ্যমে ডিক্স ইউজেস এলইডি জ্বালানো হয়) কোন কোন হার্ডডিক্সের ডিক্স ইউজেস পরিমাপ কাঠি অনেক ছোট হয়। অন্য কথায় কয়েক মে:বা/সে ইউজ হলেই হেবী ইউজেস রিপোর্ট করে। আর উইন্ডোজ সেটা ধরেনিয়েই টাস্ক ম্যানেজারে রিপোর্ট করে। সো ওখানের নাম্বারটা ভুলে যান। আপনার কম্পিউটারে ডাটা এক্সেস স্লোমনেহয় কিনা সেটা হল আসল কথা।
যদিন সত্যি সত্যিই স্লো মনে হয় তাহলে টাস্ক ম্যানেজারের উপর নির্ভর না করে Process Explorer, Process Monitor জাতিয় থার্ড পার্টি ইউটিলিটি ব্যাবহার করে কালপ্রিট প্রসেস ট্র্যাক ডাউন করুন।
৬ ০৬-০১-২০১৪ ২১:০৯ সর্বশেষ সম্পাদনা করেছেন RUSSEL13 (০৬-০১-২০১৪ ২১:৪৮)
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
৭ ০৬-০১-২০১৪ ২১:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (০৬-০১-২০১৪ ২১:৫৩)
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
আমার লাস্ট এরকম একটা সমস্যা হয়েছিল, পাওয়ার সাপ্লাইতে ঝামেলা থাকার কারনে প্রসেসর আন্ডারক্লক হয়ে থাকতো। ৮০০ মেগাহার্জে নেমে আসতো প্রসেসর, কোনভাবেই আর বাড়তো না। পরে এডাপ্টর পাল্টানোর পরে ঠিক হয়েছে এইটা। কারো পাওয়ার সাপ্লাই লাগায়ে দেখো কোন সলুশন হয় কিনা।
পুন: ডেটা ব্যাকআপ শুরু করে দাও, ডিস্ক কোন কারনে ফেইল করলে তখন কান্নাকাটি করার থেকে আগেই সতর্ক থাকা ভাল।
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
হার্ড ড্রাইভে ব্যড সেক্টর এর কারনে হতে পারে।
পুরো ড্রাইভের একটা ব্যকাপ নিয়ে ব্যড সেক্টর চেক করতে পারেন।
১০ ০৭-০১-২০১৪ ০২:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৭-০১-২০১৪ ০২:১২)
Re: সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
vssadmin list shadowstorage