টপিকঃ সাহায্য চাই, হার্ড ডিস্ক ইউজেস ১০০% হয়ে যাচ্ছে বারবার
টাস্ক ম্যানেজার চালু করে রাখা আমার পুরনো অভ্যাস, তাই আমি মাঝে মাঝেই দেখি সাধারণ কাজ করা অবস্থাতেই আমার পিসির হার্ড ডিস্ক ১০০% ইউজেস হয়ে যাচ্ছে।
আমি তখন সম্ভাব্য সকল সমাধান খাটালাম তবুও কাজ হয়না, রিস্টার্ট দিলে আবার ঠিক, হয়তো আবার কোন এক সময় শুরু হয়ে যাবে এইটা !! উইন্ডোজ ৮ থেকে এতোদিন ব্যবহার করলাম ৮.১ এখানেও সমস্যার সমাধান নাই, গত ৩/৪ দিন ধরে তো পিসি চালাতেই পারতেছি না, এমন অবস্থায় উইন্ডোজ সেভেন সেটয়াপ দিলাম একটু আগে, এরপরেও সাধারণ কাজ করতে গিয়ে দেখি এখানেও ১০০% ডিস্ক ইউজেস
ইন্টারনেটে কম বেশি যা সমাধান পেয়েছি সবি ট্রাই করে ফেলেছি
আফটার ইফেক্টস এর একটা ভারী টেমপ্লেটে আমি আগে কাজ করেছি তখন সুন্দর মতো রেন্ডারিং হলেও গত রাত্রে দেখি একি টেমপ্লেটে কাজ করতে গেলে ১০০% ইউজেস দেখিয়ে পিসি এমন স্লো হয়ে গেছে যা বলার বাহিরে.....
উইন্ডোজ এইটে থাকা কালিন আমার পিসির টাস্ক ম্যানেজারের স্ক্রিনশট
এখন এই একটু আগে ক্লিন ইন্সটল করলাম তারপর এই অবস্থা
বাই দ্যা ওয়ে, এইটা উইন্ডোজ সেভেনে আমি এইটের টাস্ক ম্যানেজার ইউজ করেছি ইমেজ ক্যাপচার করার জন্য,
এরপর একি কনফিগের দুই পিসিতে একি ধরনের কাজ করে দেখলাম, আমারটায় ১০০% ইউজেস হলেও সেটায় সর্বোচ্চ ২৪% ব্যবহৃত হচ্ছে এবং কখনো কখনো আরো কম ১০ থেকে ১২ % সেইম টাইমে সেইম এপ দিয়ে সেইম কাজ করেছি
আমি ২ দিন আগে ধুলা বালির চিন্তা করে পুরো পিসির পার্টস বাই পার্টস আলাদা করে পরিষ্কার করেছি, সুতরাং সেইদিকেও একদম ক্লিন আছে।
সুতরাং মনে হচ্ছে এইটা হার্ডওয়্যার জনিত সমস্যা, হার্ডডিস্কের হেলথ চেক করলাম দুই সফট দিয়ে, সেখানেও ওকে দেখাইতেছে হেলথ।
জরুরী সাহায্য চাই
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন