টপিকঃ ইতিহাসের সেরা কলংক ৫ই জানুয়ারীর ভোট
ইতিহাসের সেরা কলংক ৫ই জানুয়ারীর ভোট - এটা আমার কথা নয়, এটা এটিএন এর মুন্নী সাহার নিউজ এক্সট্রায় তার বানী, যে নির্বাচনে কোন জনগন অংশ গ্রহন করেনি সে নির্বাচনে এত ভোট, সারাদিন যারা টিভি দেখেছেন তারা তো এই ফলাফল দেখে হাসতে হাসতে কাশির অবস্থা , যেখানে কোন গোলোজোগ হয় নি ঢাকার মিরপুর সেখানে ভোটার ৩ লক্ষের অধীক আর ভোট পড়েছে ৩১০০০ হাজার জাল ভোট সহ, অনেক কেদ্রে ভোটের দায়িত্বে নিযোজিত কর্মকর্তারাই সিল মেরে ভোট বক্স পুর্ন করেছেন, তার প্রমান ৭১ টিভির নিউজ ২.২৫ মিনিটে খুলনার-১ আসন, সেখানে দলে দলে নেতারা এক বুথে ঢুকে সিল মারে ক্যামরা দেখে পালায়, আর পাবনা-১ আসনেকি হয়েছে তা সবাই টিভিতে দেখেছেন (সেখানে ভোট শুরু হবার পুর্বেই প্রিসাইডিং অফিসার গন সিল মেরে ভোট প্রদান শুরু হয়, যা হাতেনাতেধরা পড়ে), এতদিন শুধু বিরোধী দলরাই তত্বাবধায়ক সরকার দেয়েছিলো, এই নির্বাচনের পর দেশের ১৬ কোটি লোকই এখন চায় তত্বাবধায়ক সরকার। এটা শুধূ আঔয়ামীলীগের পরাজয় নয় এটা আমাদের সমগ্রা জাতির জন্য লজ্জার, অনেক প্রার্থী নির্বাচনেদেখে তাদের প্রার্থীতা বয়কট করেছে, এমনকি আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থীরাও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। এটা কলংক নির্বচনের বিশ্ব রেকর্ড সরবচ্চো ভোট পড়েছে ৭~৮%, বাকিটা নির্বচন কমিশের ফ্রিসাইডিং অফিসারদের কারিশমা
এখানে থেকে একটু ঘুরে আসুন http://www.amadershomoy.net/2014/01/05/30456.htm