টপিকঃ ফোরামে "বিনোদন পাতা" নামক বিভাগ চাই
এতো দিন ধরে ফোরামে রেওয়াজ ছিল, সকল বিনোদন জগতের খবর নিয়ে আলোচনা আমরা "সাহিত্য-সংস্কৃতি" বিভাগে শেয়ার করতাম। কিন্তু একটি টিভি অনুষ্ঠান নিয়ে একটি টপিক এই বিভাগে খোলা হলে তা মডুরা বিবিধ বিভাগে তা সরিয়ে নেয়। বলা হয় যে, এটা সাহিত্য বা সংস্কৃতি শব্দের আক্ষরিক অর্থের সাথে মিল নাই।
তাই এখন মড়ুদের কাছে আবেদন যে, (যে কোন একটা করলেই চলবে)
১। "সাহিত্য-সংস্কৃতি" বিভাগের নাম "বিনোদন পাতা" করে দেওয়া হোক। কারণ সাহিত্য এর জন্য আলাদা উপ-বিভাগ আছে ছড়া,কবিতা, গল্প,উপন্যাস। সংস্কৃতি এর জন্য ইতিহাস উপ-বিভাগ আছে ।
২। আলাদা করে "বিনোদন পাতা" নামক আলাদা বিভাগ খোলা হোক।
৩। যেই রেওয়াজ ছিল সেটাই চালিয়ে যাওয়া যেতে পারে - সব ধরনের বিনোদনের খবর "সাহিত্য-সংস্কৃতি" বিভাগে করার অফিশিয়ালি ঘোষণা দেওয়া হোক।