সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (২৮-১২-২০১৩ ২১:২৩)

টপিকঃ Wordpress এ User Role বিষয়ক

আমাদের সাইটে User Registration চালু করেছি। ডিফল্টভাবে ইউজাররা Author রোল পাবে। কিন্তু Author হিসেবে তারা wp-admin এক্সেস করতে পারছেনা। Wp-admin এ গেলে your profile পেজে নিয়ে যায়।  শুধুমাত্র Administrator  রাই পারে wp-admin access করতে। সাহাজ্য প্রয়োজন।

Re: Wordpress এ User Role বিষয়ক

ঠিক এরকম নয়, তবে অনেক আগে এর কাছাকাছি ধরনের একটা সমস্যায় পড়েছিলাম। তখন সংশ্লিষ্ট ইউজারকে ডিলিট করে ক্যাশ-কুকি সব মুছে পুনরায় অ্যাড করার পর সমস্যাটা আর থাকে নি। এই তরিকা ফলো করে দেখতে পারেন।

Re: Wordpress এ User Role বিষয়ক

/*The Divinity-The Madness-The Silence*/

আশিক৭২'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: Wordpress এ User Role বিষয়ক

এটা অনেক আগেই ফিক্স করে ফেলেছিলাম।
Theme my Login প্লাগিনটার কারনে এই সমস্যাটা হচ্চিল। ডিলেট করায় ঠিক হয়।