টপিকঃ Wordpress এ User Role বিষয়ক
আমাদের সাইটে User Registration চালু করেছি। ডিফল্টভাবে ইউজাররা Author রোল পাবে। কিন্তু Author হিসেবে তারা wp-admin এক্সেস করতে পারছেনা। Wp-admin এ গেলে your profile পেজে নিয়ে যায়। শুধুমাত্র Administrator রাই পারে wp-admin access করতে। সাহাজ্য প্রয়োজন।