আমি transcend-এর 120GB ব্যবহার করছি বেশ কয়েক মাস যাবৎ। SSD-র মধ্যে transcend সম্ভবতঃ ২য় সারির ব্র্যাণ্ড - তবে আমার কাজ ভালোই চলে যায়। খুব একটা পারফর্ম্যান্ট না হলেও transcend-এর দাম বেশি।
দেশে a-data-র SSD-গুলো বেশ শস্তা। 64GB সম্ভবতঃ ৬.৫-এর কমে পাবেন (একই সাইযের transcend ৮-৮.৫ হাজারের বেশি)
আমি মূলতঃ ওএস পার্টিশনের জন্য SSD ব্যবহার করি। ম্যাস ডেটা স্টোরেজের জন্য SSD-র পার গিগাবাইট কস্ট এখনো অনেক বেশি। তাছাড়া বড় ফাইল, ফটো, মুভি ইত্যাদি এমনিতেও সচরাচর এ্যাক্সেস করা হয় না - ওগুলো সাধারণতঃ হার্ডডিস্কেই রাখি।
SSD ব্যবহার করে অভ্যাস খারাপ হয়ে গেছে
উইণ্ডোজ/লিনাক্স ৩-৪ সেকেণ্ডে বুট হয়, সব প্রোগ্রাম বুলেটের মত লোড হয়। তাই অন্য ডেস্কটপ/ল্যাপী ব্যবহার করলে মান্ধাতা আমলের পিসি বলে অনুভব হয় 
ল্যাপী আর ম্যাকমিনির জন্য আরো ২টা samsung 840 EVO 128GB কিনেছি কিছুদিন আগে।
SSD হাইলী রেকমেণ্ডেড
বাবর ভাইয়ের সাথে দারুণভাবে সহমত; বাজেট কম থাকলে শুধু উইণ্ডোজ+প্রোগ্রাম ফাইলসের জন্য হলেও 32GB SSD (~৪,০০০) কন্সিডার করুন - ঠকবেন না। আর যারা ফটোশপ, মাল্টিমিডিয়া, গেমিং, ডিজাইনিং ইত্যাদি ভারী ভারী প্রোগ্রাম ব্যবহার করেন তাদের জন্য SSD সবচেয়ে ভালো কাজ করবে। আমি ভিজুয়াল স্টুডিও ব্যবহার করি - এটা অন্য পিসিতে লোড হতে হতে চা বানিয়ে আনা যায়।
কিন্তু SSD ওয়ালা পিসিতে সে অবসরটুকুও পাওয়া যায় না 
Calm... like a bomb.