টপিকঃ ফরেক্স আর্টিকেল লিখে জিতে নিন ১০০০০/- (দশহাজার টাকা)
বাংলাদেশী ফরেক্স ট্রেডারদের জন্য সম্পূর্ণ বাংলায় কমিউনিটি ব্লগ সাইট বিডিফরেক্সক্লাব ২০১৪ নতুন বছর উপলক্ষে আয়োজন করছে মাসব্যাপী ফরেক্স আর্টিকেল রাইটিং প্রতিযোগীতা।
আপনি যদি ফরেক্স নিয়ে লিখতে পারেন এবং নিজে যা জানেন তা অপরকে জানাতে ভালবাসেন তাহলে আপনার অভিজ্ঞতা, স্ট্রাটেজি, প্রফিটেবল ট্রেডিং মেথড সবাইকে জানিয়ে জিতে নিন ১০০০০/= (দশহাজার টাকার) পুরস্কার।
পুরস্কারের চেয়েও বড় কথা শেয়ারিং ইজ কেয়ারিং এই মেথডে আপনার একটু গাইডলাইন হয়তো নতুনদেরও সফলতার পথে চলতে সহায়তা করবে। প্রতিযোগীতা শুরু হবে ১ লা জানুয়ারী ২০১৪ থেকে মাসব্যাপী।
প্রতিযোগীতার নিয়মাবলী ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। তার আগে আপনি একটি একাউন্ট করে নিন http://www.bdforexclub.com/wp-login.php?action=register একাউন্ট করে প্রোফাইল কমপ্লিট করে নিন। বিডিফরেক্স ক্লাব বাংলাদেশী সকল ট্রেডারের। নিয়মিত ট্রেডিং সেটাপ, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এনালাইসিস, প্রফিটেবল স্ট্রাটেজি ট্রেডিং টুলস শেয়ার করবেন বাংলাদেশের প্রায় সকল সফল ট্রেডাররা। নিজে জানুন অন্যকে জানান এই স্লোগানে আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।