টপিকঃ নতুন বিভাগ সম্পর্কিত ঘোষনা
সদস্যদের অনুরোধ এবং ফোরাম পর্যবেক্ষন করে প্যানেলের পর্যালোচনা সাপেক্ষে নতুন উপবিভাগ, রান্নাঘর চালু করা হলো।
ইতিপূর্বে রান্না সম্পর্কিত যত টপিক ছিল, মোটামুটি সবগুলিই এই নতুন উপবিভাগে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, তারপরেও অনিচ্ছাকৃতভাবে দুই একটা টপিক চোখ এড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে সেই টপিকের লিংক সহ রিপোর্ট বা মডারেটর কে গোপন বার্তায় যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, নতুন উপবিভাগে টপিক নিয়ে আসার কাজটিতে ফোরামের কয়েকজন সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্যানেলকে সহযোগীতা করেছেন, প্রজন্মটিমের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ..
প্রজন্মটিম।