টপিকঃ প্রতিকৃতি আখ্যান - ৩য় পর্ব
অতীত, মানে ইতিহাস, মানে ফেলে আসা কিছু হাসি কান্নার গল্প। উইকিপিডিয়া ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত/সংগৃহীত কিছু ঐতিহাসিক ছবি নিয়ে প্রতিকৃতি আখ্যান।
ফেব্রুয়ারী, ১৯৪৫। ইয়াল্টা কনফারেন্সে আলোচনারত তিন মূখ্য ব্যক্তিত্ব - ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, মারকিন যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রপতি ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্টালিন।
জুলাই ১৮৮৮, আইফেল টাওয়ারের নির্মাণ কাজ চলছে।
ব্রাসিলিয়া সিটির নির্মাণ কাজ চলছে (১৯৬০)। যা বর্তমানে ব্রাজিলের রাজধানী।
আলবার্ট আইনস্টাইনের ম্যাট্রিকুলেশন সনদপত্র
Electronic Numerical Integrator And Computer (ENIAC), প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার।
হিটলারের বাংকার
আর এম এস টাইটানিকের বোর্ডিং পাস।
গল্পে মশগুল স্টিভ জবস ও বিল গেটস (১৯৯১)
ডিজনি স্টুডিও খোলার মুহুর্তে পত্মী এবং মাতা সহ রয় এবং ওয়াল্ট ডিজনি
ইংলিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার, মিশরীয় ফারাও তুতানখামুনের শিলালিপিসমন্বিত প্রস্তর শবাধার পরীক্ষ করছেন।