টপিকঃ উইন্ডোজ ৮.১ আপডেট প্রবলেম
আমার ল্যাপটপের সাথে জেনুইন উইন্ডোজ ৮ ছিল, উইন্ডোজ ভার্শনঃ Windows 8 Single language pack 64Bit. এখন Windows 8.1 Single language pack 64Bit ক্লিন সেটাপ এর জন্য এটার ISO পাওয়া যাচ্ছে না। স্টোর থেকে আপডেট দেয়ার পর আমার ডিসপ্লে কালো হয়ে গেছে। কিছু আসতেছিল না ডিসপ্লে তে। পরে রিকোভারী ড্রাইভ দিয়ে আবার ৮ ঠিক করে নিছি। লাইসেন্স অক্ষত রেখে ৮.১ দেয়ার আর কি কোন উপায় নাই? কেউ কি আমাকে Windows 8.1 Single language 64bit এর ISO ফাইল ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন??