Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
SMS পাঠানোর ওয়েবসাইট থেকে পাঠানোর সময়ে সেন্ডারের ফোন নম্বরও দিতে হয়। যে পাঠিয়েছে সে সিম্পলি টু আর ফ্রম একটা থেকে কপি পেস্ট করে আরেকটাতে দিয়েছে।
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
আব্বুর মোবাইলেও টেস্ট মেসেজ এসেছে। নাম্বার সেম না, শুধু লাস্ট ৫ টা ডিজিট সেম।
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
ভৌতিক ব্যাপারস্যাপার মনে হচ্ছে।
এমন কি হতে পারে, আপনি যে অপারেটরের নম্বর ব্যবহার করছেন, অন্য অপারেটরের হুবহু একই নম্বর অন্য কেউ ব্যবহার করছে? সেক্ষেত্রে এই ঝামেলাটা হতে পারে। আমার গ্রামীণ আর এয়ারটেল নম্বর দুটো হুবহু একইরকম- শুধু একটাতে ০১৭ আরেকটাতে ০১৬, বাদবাকি সব একই ডিজিট। ফলে যে নম্বর দিয়েই ফোন করি না কেন, অপরপ্রান্তের গ্রাহকের মোবাইলে আমার যে নম্বরটি সেভ করা, সেটিই স্ক্রিনে আসে- তা সে গ্রামীণই হোক, কিংবা এয়ারটেল।
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
আমাদের অফিসে আমরা একটা সার্ভিস ইউজ করি ক্লায়েন্টদের জন্য, সেন্ডার হিসেবে যেকোন নাম্বার/নাম দেয়া যায়। সার্ভিস টা ইন্ডিয়ান এক কোম্পানীর কাছ থেকে কেনা।
আপনার্ বন্ধু কেউ এধরনের মাধ্যম ব্যবহার করে আপনার সাথে মজা করেছে।
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
আরে ভাই আমার ত নিজ নাম্বার হতে ফোন আসছে
নেট ঘেটে কিছু পেলাম না।
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
কার কার নিজের নাম্বার থেকে এসএমএস লাগবে আমাকে নাম্বার দেন এসএমএস পাঠায় দেই
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
হা হা সমালোচক ভাই আপনার মুল আইডি জেনে গেলাম
ডেডু ভাই এটা কোনো ব্যাপার না , আমার কাছে আসলেই হাজার হাজার পাবেন। আপনার নাম্বারের কিছুই হয়নি।
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
Re: নিজের নাম্বার থেকেই SMS পেলাম। নাম্বার কি হ্যাক হয়ে গেছে ?
ভয়ের কিছু নাই। আপনার সাথে মজা করার জন্য Sender এর নম্বর Masking করে পাঠিয়েছে।