টপিকঃ একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

বাজেটের মধ্যে গিগাবাইটের রেডন ৭৭৫০ (২ জিবি) গ্রাফিক্স কার্ডটা পছন্দ হইছে। রায়ান্সে ৮৬০০ টাকা। সমস্যা হইল, এই গ্রাফিক্স কার্ডটার জন্য আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে কিনা বুঝতেছি না। একাধিক সাইটে দেখলাম যে এইটার আর রেডন ৪৬৫০ এর power requirement প্রায় সমান। এমনকি ৫৬৭০ র চেয়েও কম। সেই হিসাবে এইটার আলাদা পাওয়ার সাপ্লাই লাগার কথা না। কেউ কি একটু কনফার্ম করতে পারবেন যে এইটার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে কি না?

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

7750-র পাওয়ার রিকোয়ারমেণ্ট লো।

কি ধরণের ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে। আপনার বর্তমান পিএসইউ-র ওয়াটেজ কত? সিপিউ কি?

সাধারণ কাজের জন্য আলাদা পিএসইউ দরকার হবে না। তবে যদি রিসোর্স হাংগৃ গেমিং বা বিটকয়েন মাইনিং-এর মত হেভী ডিউটি কাজ করতে চান তাহলে কমপক্ষে ৫০০+ ওয়াট পিএসইউ থাকা ভালো।

Calm... like a bomb.

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

আমার প্রসেসর কোর টু ডুয়ো, RAM ২+২ ডিডিআর টু, পাওয়ার সাপ্লাই ৫০০ টাকার  sad । মনে হয় PSU লাগবে। ৫০০ ওয়াটের দামের ব্যাপারে আইডিয়া আছে কারো?

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (১৭-১২-২০১৩ ১৯:৪৬)

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

আমি নিজে এই কার্ডটা চালাই। তবে আমারটা ১ জিবি (জিডিডিআর ৫ ভার্শন)। আপনারটা মনে হয় ডিডিআর ৩। যাই হোক আমি নরমাল ৪০০ টাকার ২৩০ ওয়াট (সম্ভবত) এর পাওয়ার সাপ্লাই দিয়ে গত ৫-৬ মাস চালাচ্ছি। আপাতত সমস্যা হয়নাই। সব গেইম এই যতটুকু পার্ফরম্যন্স পাওয়ার তাই পাই।
আমার কনফিগঃ i3 2nd gen 2120, 4 gb ddr3 ram।

৯২০০ টাকায় এইচডি ৭৭৫০ এর  ১ জিবি জিডিডিআর ৫ ভার্শন পাওয়া যায় ওইটাই নিয়েন। এই লো পার্ফরম্যন্স জিপিউতে ২ জিবি মেমরি নিয়ে গেমিং এর কোনো লাভ হবে না।

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন

১০

Re: একটা গ্রাফিক্স কার্ডের ব্যাপারে একটু হেল্প করেন