টপিকঃ সেরা নির্বাচন ২০১৩ - আপনারা আপনাদের সেরা লেখাগুলি এখানে শেয়ার করুন।
যা বলবার তা শিরোনামেই দেয়া আছে। প্রজন্মের সদস্যদের স্বতস্ফূর্ততার প্রবাদসম অসামান্য নজির আছে তাছাড়া সবাই মোটেও আলসে নয়। না বলতেই ঝাঁপিয়ে পড়ে
এটুক পড়ে গর্বিত বোধ করলে, থামুন। বাস্তবতা ভিন্ন কথা বলে। নির্বাচনে যথেষ্ট সাড়া পাবার জন্য সবার স্মৃতিতে একটু নাড়া দেবার আশু প্রয়োজনীয়তা বোধ করা যাচ্ছে।
এখানে যেটা করতে হবে, সেটা খুব সাধারণ। আপনারা আপনাদের সেরা লেখাগুলি এখানে শেয়ার করুন। নিজের ঢাক নিজেই পেটান। নির্বাচনে এটুকু জায়েয আছে। তো শুরু করে দিন।
সংশ্লিষ্ট লিংকসমূহঃ
১. প্রজন্ম ফোরামের সেরা লেখা এবং প্রাজন্মিক নির্বাচন ২০১৩
২. প্রজন্ম ফোরামের সেরা নির্বাচন ২০১৩ - প্রাথমিক মনোনয়ন ফর্ম
বি. দ্র. অফটপিক হতে বিরত থাকবেন। প্রাথমিক ভোট চলবে ২৬ তারিখ পর্যন্ত।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।