টপিকঃ ব্রাউজারে বাংলা সেটাপ
আমাদের ছোটখাট অনেক বিষয় এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সেরকম একটি প্রয়োজনীয় কিন্তু ছোট একটি বিষয়ের টিউটোরিয়াল দিচ্ছি।
ফায়ারফক্সে বাংলা ফন্ট ঠিকমতো সেট না করলে বাংলা পড়তে ও লিখতে সমস্যা হয়। সেজন্য বাংলা ফন্ট সেট করে নেয়া প্রয়োজন।
শুরুতেই Preferences উইন্ডো খুলুন। Preferences → Content → Advance এ গিয়ে ফন্ট সেটাপ করার উইন্ডো খুলতে হবে। তারপর পছন্দের ফন্ট বসিয়ে নিন। মনে রাখতে হবে Fonts for এখানে Bengali সিলেক্ট করা থাকতে হবে।
আমার বর্তমান সেটাপ দেখালাম। আপনি সোলায়মানলিপি, সিয়াম রূপালী, কালপুরুষ প্রভৃতি ফন্টের মধ্যে যেকোনটি বা তিনটিই বেছে নিতে পারেন। আমার সেটিংসের ছবি দিয়ে দিলাম। মিলিয়ে নিন। ক্যারেক্টার এনকোডিং অপশানে ইউনিকোড সিলেক্ট করে দিতে পারেন। তবে তা অপশনাল, সেটাপ না করলেও বাংলা লেখা আয়তাকার ক্ষেত্র দেখাবে না।
ফায়ারফক্সের পাশাপাশি গুগল ক্রমে বা ক্রোমিয়ামেও বাংলা এভাবে ঠিক করে দেয়া যায়।
গুগল ক্রোম বা ক্রোমিয়াম চালু করার পর ডান দিকে এড্রেসবারের পাশে থাকা বাটনটিতে ক্লিক করলে একটা মেনু চালু হবে সেখান থেকে সেটিংসে যেতে হবে।
এডভান্স সেটিং চালু করে ফন্ট কাস্টোমাইজ করার উইন্ডো চালু করুন।
পছন্দের ফন্ট বসিয়ে বাংলা লেখায় মজে যান। আর এভাবেই ব্রাউজারে বাংলা লেখা সেটাপ করে ফেলুন।