টপিকঃ ম্যাভেরিকে আপডেটের পরে কিছু মারাত্বক সমস্যা হচ্ছে
প্রথমেই ধন্যবাদ টমাটিনো ভাইকে ম্যাভেরিকের ডিভিডি পাঠানোর জন্য।
আজ বিকেলে পাওয়ার পরে দুই ডিভিডি মিলে আইএসও জোড়া দিয়ে ওএস আপগ্রেড করলাম ( ফ্রেস নয় ) । দুই কি তিনবার রিস্টার্ট সহ ইন্সটল নিলো।
এবার শুরু হলো সমস্যা। 10.8 এ থাকার সময় একটা ফোল্ডারে ১৭০ জিবি বিভিন্ন ডাটা ছিল। এবার সেটা ক্লিক করতেই ওয়েটিং চাকা ঘুরতেই আছে। ফাইন্ডার রিস্টার্ট করে আবার ঢুকতে চাইলে একই সমস্যা। এরপর ভিএমোয়ার দিয়ে জানালায় ফোল্ডার খুলতে পারছি। কিন্তু ১০।৯ এ সেটায় ঢুকতে পারছিনা বা সেটা নেই সাথে বোনাস হিসেবে ডেক্সটপে কিচ্ছু নেই ( আছে কিন্তু শো করছে না )
ম্যাকে আমার ২০০ গিগা ডাটা থাকায় ফ্রেস ইন্সটল দিতে পারছি না ( ব্যাকআপ নেওয়ার হাড্ডি স্পেস নাই )
এখন কিভাবে ডাউন গ্রেড অথবা অন্য ভাবে আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরে যাব...??