টপিকঃ MS-WORD -এর কিছু সাহায্য চাই।
একটা ছোট হেল্প দরকার, ইলেস্ট্রেটরে নির্দিষ্ট দুরত্বে পেস্ট করতে একটা কমান্ড ব্যবহার করি ctrl+D. এখন ms-word এ কোন একটা লেখা নির্দিষ্ট স্থানে একসাথে অনেক গুলো পেজে পেস্ট করতে চাই। জিনিসটা এরকম, চিঠির খামে প্রেরক/প্রাপক থাকে। আমি যদি অনেক গুলো খামের উপর (প্রেরক, প্রাপক) নাম লিখব। 1000 খামে প্রেরক তো একই থাকবে। আমি চাই, এক পেজে প্রেরকের ঠিকানা লিখে দিলাম, আর সব পেজে সেই প্রেরক এর ঠিকানা চলে যাক।
আশা করি আমি আমার সমস্যা আপনাদের বুঝাতে পেরেছি। এবার আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম। মোবাইল থেকে লেখা, তাই ভুল হতে পারে।