টপিকঃ MS-WORD -এর কিছু সাহায্য চাই।

একটা ছোট হেল্প দরকার, ইলেস্ট্রেটরে নির্দিষ্ট দুরত্বে পেস্ট করতে একটা কমান্ড ব্যবহার করি ctrl+D. এখন ms-word এ কোন একটা লেখা নির্দিষ্ট স্থানে একসাথে অনেক গুলো পেজে পেস্ট করতে চাই। জিনিসটা এরকম, চিঠির খামে প্রেরক/প্রাপক থাকে। আমি যদি অনেক গুলো খামের উপর (প্রেরক, প্রাপক) নাম লিখব। 1000 খামে প্রেরক তো একই থাকবে। আমি চাই, এক পেজে প্রেরকের ঠিকানা লিখে দিলাম, আর সব পেজে সেই প্রেরক এর ঠিকানা চলে যাক।

আশা করি আমি আমার সমস্যা আপনাদের বুঝাতে পেরেছি। এবার আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম। মোবাইল থেকে লেখা, তাই ভুল হতে পারে।

Re: MS-WORD -এর কিছু সাহায্য চাই।

হেডার/ফুটার ব্যবহার করতে পারেন।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: MS-WORD -এর কিছু সাহায্য চাই।

Mail Marge অপশন ব্যাবহার করে সকল চিঠিতে প্রাপকের ঠিকানা আলাদা রাখতে পারেন। মূল চিঠিতে প্রেরকের ঠিকানা উল্লেখ রাখলে তা অপরিবর্তিতভাবে সকল চিঠিতে থাকবে।  thinking

Kazi Nishat

Re: MS-WORD -এর কিছু সাহায্য চাই।

আপনি মেইল মার্জ ব্যাবহার করে এটা করতে পারেন , এমনকি , একই চিঠি ১০০০+ জনকে তাদের নাম শুদ্ধ সম্বোধন করে পাঠাতে পারবেন।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: MS-WORD -এর কিছু সাহায্য চাই।

মেইল মার্জ নিয়ে ঘাটাঘাটি করলাম, কিন্তু পুরোপুরি বুঝলাম না। একটু বিস্তারিত বা একটা পোস্টের লিংক দিবেন কেউ?
আর একটা কথা, আনসি ফন্ট (সুতন্নী এম.জে) এ লেখা 1000 পেজে আমার ঠিকানা লেখা আছে, আমি এডিট করে আমার ঠিকানার পরিবর্তন করতে চাই। 1000 পেজে পেস্ট করা তো সময় লাগবে। replace অফশন থেকে ইংলিশ/ইউনিকোড (বাংলা) ফন্ট হলে রিপ্লেস করা যেত। কিন্তু আনসি (ANSI) ফন্টে লেখা রিপ্লেস করব কিভাবে? কোন উপায় থাকলে জানিয়ে দয়া করে সাহায্য করবেন।

Re: MS-WORD -এর কিছু সাহায্য চাই।

Kazi Nishat