আপনাকে অভিনন্দন। 
ইমরান তুষার লিখেছেন:কথা সত্য! আমি এমন ব্যাঙ্ক এবং প্রতিষ্ঠান দেখেছি যেখানে রিক্রুটমেন্ট এর সময় প্রাইভেট ভার্সিটিকে আগে রাখা হয়। তবে যে যাই বলুক, ঢাবি'র ভাব-ই আলাদা!
এর কিন্তু কিছু অন্তর্নিহিত কারণ আছে।
যাই হোক আর ঝামেলা বাড়াতে চাই না।
তবে মান ভাল থাকলে প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয় কি যায় আসে। আর নিজের ভিতর আগুন থাকলে বিশ্ববিদ্যালয়েই বা কি যায় আসে।
তবে পাবলিকে খরচ কম কথাটা কিন্তু আপেক্ষিক। ধরেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে পড়ালেখার খরচ ১ লাখ টাকা। আর মাসে চলার খরচ ৫ হাজার (খুব কম করে ধরলাম) টাকা করে হলে বছরে ৬০ হাজার টাকা।
এখন সাধারণ নিয়মে ৪ বছরের অনার্স করতে সময় লাগছে ৫/৭ বছর। আমার মিডিয়াম ধরি ৬×৬০০০০ = ৩ লাখ ৬০ হাজার + ১ লাখ = ৪ লাখ ৬ হাজার টাকা।
এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মিডিয়াম ক্যাটাগরির ধরি খরচ চার বছরে ৫লাখ টাকা। চার বছরে থাকা খাওয়ার খরচ (৪× ৬০০০০) ২ লাখ ৪০ হাজার টাকা। মোট ৭ লাখ ৪০ হাজার টাকা।
এখন পাশ করে বের হবার পর যদি সে মাসে ২০ হাজার টাকার (কম করে ধরলাম
) চাকুরী পায়। তাহলে দুই বছরে তার মোট আয় হবে (২০০০০ × ২৪) ৪ লাখ ৮০ হাজার।
অর্থাৎ পাবলিকে শিক্ষাজীবন শেষ করতে ৬ বছরে খরচ হচ্ছে ৪ লাখ ৬০ টাকা। আর একই সময়ে প্রইভেট থেকে বের হওয়া ছাত্রের খরচ হচ্ছে (৭ লাখ ৪০ হাজার - ৪ লাখ ৮০ হাজার) ২ লাখ ৬০ হাজার টাকা। 
তবে অনিয়ম সব জায়গায় আছে। তা পাবলিক বা প্রাইভেট যাই বলেন না কেন। দেশের তথাকথিত বিখ্যাত কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খবর অন্তত জানা আছে।
সৌভাগ্য বা দুর্ভাগ্য ক্রমে অনেক খবর না চাইলেও চলে আসে।
তবে ...... মত কিছু বিশ্ববিদ্যালয় অন্তত নিতিগত ভাবে ঠিক আছে। (নাম গুলি কেটে দিলাম। বাচ্চারা নিজেদের পছন্দ মত নাম বসিয়ে নিন।)
@রিংকু ভাই, এবারর acm - icpc এর রেজাল্টটা দিলেন না কেন? সেখানে কিন্তু প্রথম ঢাকা বিশ্ব. না এমন কি বুয়েটও না। সিলেটের শাহাজালাল বিশ্ববিদ্যালয়। জাফর ইকবাল স্যার।
একজন মানুষের স্বপ্ন কিভাবে বিকশিত হতে পারে তার উদাহরণ এটা। গ্রেট এবং আপনি সেই লিস্টে দেখবেন প্রথম বিশ দলের মধ্যে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামও আছে। নিজেকে বড় করতে গিয়ে কাউকে ছোট দেখিয়েন না, প্লিজ।
তবে আর একটা জিনিস শেয়ার করি। এই কন্টেস্ট গুলিতে ভাল করা নিয়ে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলিতে এ ধরণের অসুস্থ প্রতিযোগিতা চলে। আমাদের এক বড় ভাই স্যামসং এ চাকুরী করেন। তিনি ভাল প্রোগ্রামার এবং প্রবলেম সলভার। উনি অনার্স করেই চাকুরীতে জয়েন করেন। চাকুরীরত অবস্থায় উনাকে দেশে তথাকথিত সবচেয়ে নামকরা প্রাইভেট বিশ্বাবিদ্যালয় গুলির একটা থেকে মাস্টার্স করার অফার দেওয়া হলো। কোন খরচ লাগবে না। উল্টা উনারাই অনে কিছু দিবেন। শুধু উনাকে সেই বিশ্ববিদ্যালয়ের হলে কনটেস্টে অংশ গ্রহণ করতে হবে।
বাংগালীর একটা স্বভাব খুব খারাপ। শর্টকাটে সব কিছু পেতে চায়। আর সাথে টাকা থাকলে তো কথাই নেই। 
"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"