টপিকঃ Mukto Bangla GNU/Linux - বাংলাদেশের নিজস্ব ডিস্ট্রো প্রকল্প
আপনারা অনেকে জানেন রিং ভাইয়ের (সাজেদুর রহিম/সাজেদ ভাই) উৎসাহে এবং আমার নিজের কিছুটা উদ্যোগে “মুক্ত বাংলা গ্নিউ/লিনাক্স” প্রকল্প নিয়ে এককভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি পরিচিতদেরকে এর ডিভিডি বিতরন ও ইনস্টলেশন চালিয়ে যাচ্ছি ।
এটি এখন চমৎকার ভাবে ইনস্টল করা যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ডিভাইসের ড্রাইভার সমূহ চমৎকারভাবে কাজ করছে । ভিডিও কার্ড, প্রিন্টার, স্ক্যানার, মডেম (বিশেষ করে এন্ড্রয়েড ফোন/গ্রামীন ফোন মডেম, সিটিসেল জেডটিই মডেম) ইত্যাদি বেশ ভালভাবে কাজ করছে।
এটিতে আমি গ্নোম৩ শেল, গ্নোম ক্ল্যাসিক, এক্সএফসিই, এলএক্সডিই - মোট চারটি গ্রাফিক্যাল ডেস্কটপ এনভারোনমেন্ট যোগ করেছি। সবগুলি এক ডিভিডিতেই দেয়া আছে । ডিভিডিটি লাইভ মোডে কাজ করবে ও ইনস্টল করা যাবে লাইভ মোড থেকেই।
জরুরী অনেক সফটওয়্যার যেমন-
লিব্রে অফিস, স্কিম ইনপুট মেথড (Avro Phonetic, Unijoy, Probhat, Inscript) ফর বাংলা উইথ বাংলা ফন্টস,
স্কাইপি, টিম ভিউয়ার, PlayonLinux,
প্রোগ্রামি টুলস- Netbeans, eclipse, geany, Codeblocks, Apache, MySql, PhpMyAdmin,
মাল্টিমিডিয়া টুলস- banshee, ffmpeg, winff, blender, avidemux, openshot,
ডিকশনারী- artha,
ব্রাউজার- Icewease(Firefox), Chromium,
ডাউনলোড ম্যানেজার Fatrat, Transmission, Jdownloader,
চ্যাট সফট- Empathy, pidgin, Ekiga,
নোট কিপিং সফট- keepnote,
লাঞ্চার- synapse,
ডেস্কটপ রেকর্ডিং সফট- gtk-recordmydesktop,
পেইন্ট সফট- mypaint,
আইএসও ম্যনেজমেন্ট সফট-isomaster,
ওয়েবক্যাম সফট- cheese,
ফটোএডিটর- gimp, phatch,
ভেক্টর এডিটিং সফট- InkScape, flash plugins, OpenJdk 7,
লাইভ ইউএসবি মেকার- Unetbootin, multisystem,
ডিস্ক পার্টিশন ম্যানেজার - gparted
এর মত আরো অনেক সফটওয়্যার দেয়া আছে।
টোটাল আইএসও সাইজ- ৩.০০ জিবি। ইনস্টল করলে ৭ জিবির মত জায়গা নেবে।
এর নিজস্ব ইনস্টলারও কাস্টোমাইজেশন করা মোটামুটি শেষ এবং ভালভাবে কাজ করছে। ২/১টি মেশিনে এটি কাজ করছে না। এটি নিয়ে কিছুটা এনালিসিস করা দরকার। এছাড়াও এটিতে আমি শেল স্ক্রিপ্ট নির্ভর (Zenity-গ্রাফিক্যাল / কমান্ড লাইন মোড) আরেকটি আলাদা ইনস্টলার যোগ করেছি । মোট ২টি ইনস্টলার একসাথে থাকবে। একটি কাজ না করলে আরেকটি দিয়ে ইনস্টল করা যাবে । Zenity Installer দিয়ে ইনস্টল করতে গিয়ে আমি এখনও ব্যর্থ হইনি ।
সবার মতামত ও পরামর্শের জন্য আমি অপারেটিং সিস্টেমটির একটি ভিডি ও দিচ্ছি এখানে। ভবিষ্যতে এটি রিং ভাইয়ের FOSSBD থেকে অফিসিয়ালি বিতরন করা হবে।
এটি হ্যান্ডসঅন টেস্টিং করতে চাইলে আমি ডিভিডি পাঠাতে পারি। এজন্য ২০/- টাকার মত খরচ হবে। কুরিয়ার খরচ আমি বহন করতে রাজী আছি। তবে আপাতত আপনাদের মূল্যবান পরামর্শের জন্য ভিডিও টি দেখার অনুরোধ জানাচ্ছি।
ভিডিও লিংক
https://drive.google.com/file/d/0B4dfDq … sp=sharing
ফাইল সাইজ- ২.৮ মেগাবাইট। আশা করি ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।