টপিকঃ উচ্চশিক্ষার জন্য মালেয়শিয়া যাচ্ছি
আমি বিবিএ করার জন্য মালেয়শিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয় যাচ্ছি । ৩ বছরে কমপ্লিট করা যাবে তাই মালেয়শিয়াকেই বেছে নিয়েছি । এখন ফোরামের বড় অনেক ভাই আছেন , যাহারা মালেয়শিয়াতে গিয়েছেন , মালেয়শিয়ার অনেক আইন- কানুন জানেন , সুবিধা- অসুবিধা জানেন , তাহারা যদি আমাকে কিছু তথ্য দিতেন তাহলে বেশ উপকৃত হতাম । ১০ তারিখে আমার ফ্লাইট । গিয়ে উঠবো আমার কাজিনের বাসায় । সবাইআমার জন্য একটু দোয়া করবেন ।