Re: মুভি ট্রেলার ও প্রোমো
এই সপ্তাহে স্টার সিনেপ্লেক্স গিয়ে মুসাফির দেখার ইচ্ছা আছে। গত বছর থেকে এর প্রচুর আলোচনা শুনেছি
আমি ২য় দিন ই দেখে এসেছি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » মুভি ট্রেলার ও প্রোমো
এই সপ্তাহে স্টার সিনেপ্লেক্স গিয়ে মুসাফির দেখার ইচ্ছা আছে। গত বছর থেকে এর প্রচুর আলোচনা শুনেছি
আমি ২য় দিন ই দেখে এসেছি
মেরাজ০৭ লিখেছেন:আমি ২য় দিন ই দেখে এসেছি
কেমন?
রিভিউ লিখার সময় পাইনি। দিবো শিঘ্রই
এতো দিন দেখতাম হিন্দি মুভি ইংরেজি মুভিকে নকল করতো। এখন দেখি ইংরেজি মুভি Nerve (2016) নকল করছে হিন্দি মুভি Table No. 21 (2013) কে !!
এতো দিন দেখতাম হিন্দি মুভি ইংরেজি মুভিকে নকল করতো। এখন দেখি ইংরেজি মুভি Nerve (2016) নকল করছে হিন্দি মুভি Table No. 21 (2013) কে !!
হিন্দী ছবির কাহিনীচোরদের একটু বেশি ক্রেডিট দিয়ে ফেলছেন। যতদূর মনে পড়ে, Table No. 21 নিজেই তো একটা বৃটিশ ইণ্ডি ফিল্মের নকল... ছবিটার নাম এ মুহূর্তে মনে পড়ছে না। আইএমডিবি রিভিউ বেশ ভালো ছিলো, যদিও আমার কাছে এমন আহামরি কিছু মনে হয় নি। বিঃদ্রঃ Table No. 21 আমি দেখি নাই।
এতো মুভির মাঝে কোনটা দিয়ে দেখা শুরু করব
প্রথম ট্রেইলারটা তেমন ভালো লাগেনাই, কিন্তু দ্বিতীয় ট্রেইলারটা জোশ
সালমান খানের "সুলতান" । সিরিয়াস টাইপের মুভি বলে মনে হচ্ছে ।
মনে হচ্ছে, বাজরাঙ্গির পরে আরও একটা মুভিতে সালমান অ্যাক্টিং এর চেষ্টা চালিয়েছে
মাস্তি মুভি সিরিজের ৩য় মুভির ট্রেলার । এবার একটির থীম হরর এডাল্ট কমেডি মুভি ।
প্রমো দেখে মনে হচ্ছে হিন্দী গুন্ডে ছবির রিমেক! যদিও পেপারে দেখলাম তামিল মুভির রিমেক। শাকিবের একটা গান দেখলাম। ওর আর নায়িকার হোদল পেট ছাড়া বাকি সব ভালোই লাগলো। সবচেয়ে ভালো দিক হচ্ছে, ওকে এই প্রথম পুরুষ মনে হচ্ছে
প্রমো দেখে মনে হচ্ছে হিন্দী গুন্ডে ছবির রিমেক!
হিন্দী গুন্ডে মুভির বাংলাদেশী রিমেক তো অল-রেডি হয়ে গেছে । এর লিংক এই টপিকেই দিয়েছি
http://forum.projanmo.com/post634473.html#p634473
মুভি নাম ব্লাকমেইল। এই মুভির এই গানটা মনে হয় দেখেছেন
ডেডু ইয ব্যাক ইন ফর্ম
গান দেখি নাই আগে। কিন্তু গানের মিউজিক ভিডিও যথেষ্ট ডিস্টার্বিং লাগলো
এখন ভারতীয় সিনেমার জন্য খুবই খারাপ সময় চলতেছে । একের পর এক মুভি মুক্তির আসেই সেন্সর কপি লিক হচ্ছে। আজকে লিক হয়েছে Great Grand Masti (2016) মুভি। যেটির মুক্তি পাবার কথা ২২শে জুলাই।
ফ্রেশ বেইকড!
বিদায় মার্ভেল
Justice League বেশি জোসসস
Aquaman জোসস
সেই তুলনায় বেনেডিক্ট কাম্বারব্যাচের ডক্টর স্ট্রেন্জ অতটা ভাল করতে পারি নি। বেনেডিক্ট কাম্বারব্যাচ রে দিয়ে ডিরেক্টর এমন ট্রেলার দিল Underwhelming.
আমার কাছে জাস্টিস লিগের চাইতে ওয়ান্ডারউম্যানের ট্রেইলার বেশি ভালো লাগলো।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » মুভি ট্রেলার ও প্রোমো
০.১০০১৮৩০১০১০১৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৮৫২২৩১৬৪৩১৭৮ টি কোয়েরী চলেছে