Re: এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বীতায় এমপি নির্বাচিত হচ্ছেন ৬ প্রার্থী
প্রায় ৩০০ কোটি টাকার মতো খরচ সাশ্রয় হয়েছে (বাকি ১৪৯ টি সিটে ভোট করতে আরো ৩০০ কোটী টাকা লাগবে)। এর জন্য ধন্যবাদ পেতেই পারে কলা গাছ থুক্কু মহাজোট সরকার
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বীতায় এমপি নির্বাচিত হচ্ছেন ৬ প্রার্থী
প্রায় ৩০০ কোটি টাকার মতো খরচ সাশ্রয় হয়েছে (বাকি ১৪৯ টি সিটে ভোট করতে আরো ৩০০ কোটী টাকা লাগবে)। এর জন্য ধন্যবাদ পেতেই পারে কলা গাছ থুক্কু মহাজোট সরকার
১৫১ হলে গেছে। এখন গেজেট প্রকাশ করলেই মহাজোট সরকার গঠন করতে পারে।
এখন যদি বিরোধী দল এসে পরে তাহলে
আরো বেড়েছে সংখ্যা। ১৫৪ জন হয়ে গেছে।
এই সংখ্যাটা পরিবর্তন হতেই থাকবে --- তাই শিরোনাম পরিবর্তন করে তেমন লাভ হবে না। আগ্রহীগণ বরং টপিকের শেষ পোস্টের দিকে নজর দিলেই ভাল হবে।
এই সংখ্যাটা পরিবর্তন হতেই থাকবে --- তাই শিরোনাম পরিবর্তন করে তেমন লাভ হবে না। আগ্রহীগণ বরং টপিকের শেষ পোস্টের দিকে নজর দিলেই ভাল হবে।
আপনি কি গ্রীণ রোড এলাকার ভোটার ? এই এলাকার MP কি জিতে গেছে ?
দ্যা ডেডলক লিখেছেন:১৫১ হলে গেছে। এখন গেজেট প্রকাশ করলেই মহাজোট সরকার গঠন করতে পারে।
এখন যদি বিরোধী দল এসে পরে তাহলে
প্রধানমন্ত্রী বলেছেন বিরোধীদল নির্বাচনে আসলে এখন যেভাবে সবাই নির্বাচিত হয়েছেন। তাদেরকেও সমঝোতার ভিত্তিতে কিছু আসেন দিতেন।
তাই বিরোধীদল আসলে বাকি আসন থেকে কিছু ভাগ পাবে।
প্রায় ৩০০ কোটি টাকার মতো খরচ সাশ্রয় হয়েছে (বাকি ১৪৯ টি সিটে ভোট করতে আরো ৩০০ কোটী টাকা লাগবে)। এর জন্য ধন্যবাদ পেতেই পারে কলা গাছ থুক্কু মহাজোট সরকার
![]()
আবার যদি নির্বাচন করতে হয় তবে কত খরচ হবে?
কেহ বলে অপরপক্ষ না এলে ফুটবলে আরেক পক্ষ তো গোল করবেই , এটাই স্বাভাবিক যদি সেই খেলায় রেফারী থাকে,
আর রেফারীও যদি না থেকে তবে গোল দিলে কি লাভ ?
কেন জনগনের দাবি তত্বাবধায় সরকার ! আর আওয়ামী লীগের আবদার
খুব মজার দিন গেছে
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বীতায় এমপি নির্বাচিত হচ্ছেন ৬ প্রার্থী
০.০৫৪৮৬৭৯৮২৮৬৪৩৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৫৩১৩০৭৩০৪৯০৬ টি কোয়েরী চলেছে