টপিকঃ মোটরসাইকেল কিনব । কিন্তু কোনটি ?
একটা মোটর বাইক কিনতে চায় । বাজেট ১ লক্ষ ৬০ হাজার টাকা । এই বাজেটে কোনটি ভাল হবে ? বাইক কেনার পর রেজিস্ট্রেশন করতে কি কি এবং কত লাগবে বা কিভাবে করতে হবে জানালে উপকৃত হব ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » মোটরসাইকেল কিনব । কিন্তু কোনটি ?
একটা মোটর বাইক কিনতে চায় । বাজেট ১ লক্ষ ৬০ হাজার টাকা । এই বাজেটে কোনটি ভাল হবে ? বাইক কেনার পর রেজিস্ট্রেশন করতে কি কি এবং কত লাগবে বা কিভাবে করতে হবে জানালে উপকৃত হব ।
বাজাজ ডিসকোভার/ হিরো স্প্লেন্ডার/ টিভিএস মেট্রো এসব তেল সাশ্রয়ী বাইক কিনতে পারেন।
bajaj discover 125 দেখতে পারেন এই বাজেটে। রেজিস্টেশন করতে 20 হাজার (আনুমানিক) খরচ হবে। শোরুমে বললে ওরা দায়িত্ব নিয়ে করে দিবে তবে এজন্য হাজারখানেক টাকা অতিরিক্ত নিতে পারে।
এনিয়য়ে এই বাইকে আমি 105 স্পিড ক্রস করেছি, ভিডিও করে শেয়ারও করেছিলাম
@AMU...আসল ভয়তো লাইসেন্স নিয়া....রেগুলার ড্রাইভিং লাইসেন্সতো আরামসে পেয়ে গেছিলাম....চালাইতাছি উইকএন্ডে পারিবারিক প্রয়োজনে, তবে আসলই একখান সেইরকম মোটরবাইক চালানো আমার স্বপ্ন। যখন আমার গাড়ির কানের পাশ দিয়া হুস কইরা বাইক নিয়া চইলা যায়....আমি ড্রাইভিং বাদ দিয়া অগো মটরবাইক চালানোর দিকেই চায়া থাকি....
..আমি যদিও মোটরবাইকের লাইসেন্সের ব্যাপারে ব্যাপকভাবে খবর লইনাই.....তবে সবার ধারনামতো এইটা বিশাল এক ঝামেলার ব্যাপার....সেজন্যই হাতেগোনা কয়েকজনই মোটরবাইক চালায়।
----চামে আরেকখান ঝামেলার কতা কইয়া যাই......ম্যাকের নতুন ইউজার হইছি....তাই বাংলা টাইপিং নিয়া ম্যালা ঝামেলার মধ্যে আছি.....কারো সমাধান জানা থাকলে একটু জানাইয়া যাইয়েন....
কে শুনে কার কথা ! অবাক লাগছে ! আমি বলছি বাংলাদেশের লাইসেন্স এর কথা আর সব ভাই আমেরিকা নিয়া বিজি । আমেরিকায় যাইতেও পারব না , চিন্তাও নাই ।
আলহামদুলিল্লাহ । ডিসকভার ১২৫ কিনেছি গতকাল । সবাইকে অশেষ thanks
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » মোটরসাইকেল কিনব । কিন্তু কোনটি ?
০.০৪৭৬১২৯০৫৫০২৩১৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৯.৭৯৮১০৪৪২৫০৭১ টি কোয়েরী চলেছে