টপিকঃ পৃথিবীর আদিমতম যে সম্পর্ক ও তার সংজ্ঞা
পৃথিবীর আদিমতম যে সম্পর্ক তার নাম ভালোবাসা। সেই ভালোবাসার জন্য ও ভালোবাসা নিয়ে কতনা কথা! ভালোবাসার কোন সংজ্ঞা নেই। ইতিহাসের পাতায় ভালোবাসার জন্য জীবন বিসর্জন, সিংহাসন ত্যাগ, অর্থ প্রাচুর্য ত্যাগসহ আরো কতনা ঘটনা রয়েছে। ভালোবাসা অমর ও অক্ষয়। ভালোবাসার মৃত্যু নেই। আনন্দ আর বিরহ নিয়েই ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে রচিত হয়েছে কত গল্প,কবিতা, উপন্যাস,গান,সিনেমা। বলা যেতে পারে ভালোবাসার অপর নাম জীবন। ভালোবাসার মূল কথা হলো আমি ভালোবাসি যারে, সে কি কভূ আমা হতে দূরে যেতে পারে?