আমি সবে মাত্র ওয়ার্ডপ্রেস শিখতে শুরু করেছি। আমার সীমিত জ্ঞান থেকে আপনাকে সাহায্য করার চেষ্টা করলাম। কাজে লাগবে বলে আশা করি।
নির্জন লিখেছেন:১. পাতা এবং ক্যাটাগরীর মধ্যে পার্থক্য কি? এগুলো আলাদা-আলাদাভাবে তৈরি করতে হয় কেন?
উত্তরঃ পাতাতে আপনি একটা পোষ্ট করতে পারবেন। কিন্তু একটি ক্যাটাগরিতে একই ধরনের একাধিক পোষ্ট করতে পারবেন।
নির্জন লিখেছেন:২. কোন পোস্ট করলে সেই পোস্টটা ডিফল্টভাবে কোন পাতা/ক্যাটাগরীর মধ্যে থাকে?
উত্তরঃ ডিফল্টভাবে কোন ক্যাটাগরিতে যাবে সেটা সেট করার জন্য ড্যাসবোর্ড থেকে সেটিংস এ যান এখানে "Default Post Category" নামে একটা অপশন পাবেন এখানে আপনার ইচ্ছা মত একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি কোন কিছুই সেট না করা থাকে সে ক্ষেত্রে "unrecognized Category" নামে একটা ক্যাটাগরি ডিফল্টভাবে থাকে এখানে আপনার পোষ্ট যাবে। তবে ডিফল্ট ক্যাটাগরি সেট করার পরে "unrecognized Category" ডিলিট করতে পারবেন। ডিলিট করার জন্য ড্যাসবোর্ড থেকে "post" তার পর "Categories" এ যান তার পর সব নিচে দেখবেন "unrecognized Category" পাবেন। এটিতে মার্ক করে "delete" অপশন সিলেক্ট করে "apply" করে দিন।
নির্জন লিখেছেন:৩. ধরা যাক ব্লগে/ওয়েবসাইটে আমার পাতা তৈরি করা অাছে ১০ টা। সেটা হতে পারে "মোবাইল" 'পিসি' 'ইন্টারনেট' ''বুক''... ইত্যাদি ইত্যাদি। বিভিন্ননামে ক্যাটাগরী তৈরি করা আছে অারও ২০ থেকে ২২টা। বই নিয়ে একটা পোস্ট লিখলাম। সেটা ২/৩টা ক্যাটাগরীর মধ্যে মার্ক করে দিলাম। কিন্তু কোনও পেজ এ সিলেক্ট করে দেওয়ার কোনও অপশন নাই বিধায় দিতে পারলাম না। কিন্তু লেখাটা "বুক' নামক পেজ এ থাকার কথা। এই কাজটা কিভাবে করতে পারি? এটা নিয়ে খুব সমস্যায় আছি।
দুঃখিত আমি আপনার সমস্য সঠিক ভাবে বুঝতে পারলাম না। রাজিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
নির্জন লিখেছেন:৪. ব্লগটি কতজনে দেখল সেটি দেখার জন্য কি প্লাগিন ব্যবহার করতে পারি?
কোন প্লাগিন ব্যবহার করতে পারেন এই ব্যাপারে সঠিক যানা নাই।(রাজিব ভাই) হেল্প করতে পারেন। তবে আমার ক্লায়েন্টের সাইটের ভিজিটর দেখার জন্য আমি Google Analytic টুল ব্যবহার করি। এটি চমৎকার কাজের একটি ফ্রি টুল।
ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেস্ট অফ লাক।
