১ ২৯-১১-২০১৩ ০৮:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন mcctuhin (২৯-১১-২০১৩ ০৯:২০)
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
সিম্পলি সুপার্ব লিখনি। এক ধাক্কায় পেছনে নিয়ে গিয়েছিলো। আমি অবশ্য একটু কম - এক হালি স্কুলে পড়েছি। (নো ক্যাডেট)
আফসোস মানুষের একটাই জীবন --- আপনাকে এমন লেখা আরও লিখুন বলা মুশকিল!
তবে আরও লিখুন -- এমন আবেগ সহ লিখুন।
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
বাই দা ওয়ে -- অত কচি বয়সে না হলেও ফিজিকাল টেস্ট কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষার পর আমাদেরও দিতে হয়েছিলো।
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
নানান কারণে আমাকেও আধ ডজন স্কুলে যেতে হয়েছিলো।
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
আহা! তুহিন নাম্বার ওয়ানের স্মৃতিচারণ চমৎকার লাগলো বাই দ্যা ওয়ে, আমি একখান স্কুল, একখান কলেজ আর একখান ইউনিতে পড়েছি। এরকম অভিজ্ঞতা চাইলেও আমার পক্ষে পাওয়া আর সম্ভব না
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
অসাধারণ। আপনার লেখনীর হাত ভালো। প্রুফরিডারও মনে হয় ভালই পেয়েছেন
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
নিশ্বাস বন্ধ করে ঘুম ঘুম চোখে পড়তে পড়তে কখন যে চোখ ঠিকরে বেরিয়ে গেলো বুঝলাম ই না । সাধ্য থাকলে আপনাকে এক হাজার রেপু দিয়ে দিতাম এমন সুন্দর একখান সৃতিমধুর লেখনীর জন্য । আহা , ঢাকার বদ পোলাপাইনের লিস্টি ত বহুত লম্বা । গেম খেলার বিষয়টা পুরাই খাপে খাপ । এই গেম খেলার জন্য কত এরিয়া ঘুরেছি তার ঠিক নেই । "আদুকেট " পাওয়ারটা কন্ট্রোল বায়ে ঘুরিয়ে হাত মারতে হয় যদ্দুর মনে পড়ছে । শ্যমলি হলে মুভি দেখছিলাম বেশকবার
তবে কোচিং এ গিয়ে ও ছন্দে ঢুকেন নাই এইটা ভাবাইতেছে
। সংসদ ভবন আর জিয়া উদ্যানে শুয়ে কমিকস পড়ার মজাই অন্যরকম । ফ্রামগেইট ওভারভ্রিজ এর নিচে টাইপিং করা কিছু মানুষের ডানদিকেই ছিলো ছোট খুপরির মতন নিউজ পেপার ওয়ালা যার কাছে ৩৫ টাকা দিলেই একটা জিনিস ধরাইয়া দিতো কাগজে মুড়িয়ে তারপর শরীর থেকে কয়েক বালতি ঘাম ঝড়িয়ে তেজগাঁও রেল ক্রস করে খালি ডাব্বায় বসে খুলে ফেলতাম "খাজানা "
। ওপাড়ে আঁখের রস বিক্র হত সেখানে অগ্নিপুত্র অভয় , তিন গোয়েন্দা , পিঙ্কি এদের কমিক্স পাওয়া যেত । আমার মেঝ খালা ও আমাকে অনেক আদর করতেন । খালাত ভাই নাদিম আর আমার বয়স কাছাকাছি হওয়ার সুবাদে আমি ও বেশ কিছু জামাকাপড় পেতাম খালামনির কাছ থেকে । ঢাকা থেকে আমি কামরাঙ্গা মার্বেল আর সবচেয়ে স্পীড তীক্ষ্ণ গজাল ওয়ালা লাট্টিম নিয়ে যেতাম তার জন্য আর সে আমারে দিতো রাবার ( টেকা বান্দুইন্না) । খালামনির বাসায় গেলে রাতে ডানো গুড়ো দুধ আর হরলিক্স খেতে হত প্রতিদিন । আসার সময় খালুজান আমাকে ৫০/১০০ টাকা পকেটে দিয়ে দিতো আর বলত গেমস খেলিস না । স্কুল জীবনে আমি এত বিখাউস বদ বন্ধু পাইছিলাম যেগুলো আমাকে কখন ও ভাল হইতে দিলো না , কারন আমিই ত বড় বিখাউস
। বিদেশে প্রথমবার আসার সময় ৩ গাড়ি ভর্তি করে বন্ধমহল এসেছিলো রাত৩টায় । সবগুলারে সেই যে এতিম বানাইয়া আসছি , বর্তমানে কয়েকটা শুনেছি বিয়ে শাদী করে পোলার বাপ হবার পায়তারা করছে ।
কি শুরু করে দিলাম কি বলতে গিয়ে
। আমি ও লিখব কিন্তু একজন প্রুফ রিডিং ক্রেডিট দেয়ার লোক খুজে পেলেই
।
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
অনেক অনেক ভাল লাগছে ভাইয়া পড়ে
সময় নিয়ে আস্তে আস্তে পড়লাম। অনেক দুষ্টু ছিলেন আমরা সবাই কম বেশি দুষ্টু ছিলাম মনে হয় অই সময়
সেই পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ কি আছে এখনো!? স্কুলের বন্ধুদের মত বন্ধু আসলে হয় না। পরবর্তী সময়ের লাকিলী কয়েক জনকে পাওয়া যায়!
১৩ ২৯-১১-২০১৩ ২০:৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৯-১১-২০১৩ ২০:৩৪)
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
দারুণ লেখা!
১৬ ২৯-১১-২০১৩ ২২:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন faysal_2020 (২৯-১১-২০১৩ ২৩:০০)
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
রেসিডেন্সিয়ালে ভর্তি হয়েছিলাম। পড়েছিলাম ২ মাস তারপর টাটা ......
তবে আমার স্কুল বদলের অভিজ্ঞতা খানিক বেশীই হবে। এক ক্লাসেই একাধিক বার বদল সহ ( ১ম টু এসএসসি ) ১১টা স্কুল এবং কলেজ একটাই... তবে ইউনি চারটা ( জাতীয় বিশ্বঃ, চট্টগ্রাম ইউনি, গণ বিশ্বঃ এবং UAP ) বদল করেছি...
তবে ক্যাডেটে থেকেও কেন যেন অনেকেই মিলিটারিতে যায় না বুঝিনা... নিশ্চিত জীবন, লোভনীয় স্যালারী, ক্ষমতা, প্লাস সুন্দরী বউ ( বিশেষ করে এই কারণটাই ঈর্ষনীয় ) মিলিটারিতে জব করে এমন অফিসার এবং সৈনিকরা জাদুমন্ত্রে সুন্দরী বউ পেয়ে যায়, এবং সুন্দরী মেয়েদের বাবারাও মিলিটেরী জামাই পেলে বর্তে যায়...
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
কি মন্তব্য করবো বুঝতে পারছি না ! অতি অসাধারণ একটা লেখা ! আপনার লেখনীর ভক্ত হয়ে গেলাম ।
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!
দারুণ লেখেছেন!