টপিকঃ মডারেটর রাগিব ভাইয়ের জন্মদিন
গত ২৭ মার্চ ছিল আমাদের এই ফোরামের একজন মডারেটর রাগিব ভাইয়ের জন্মদিন ...আসুন আমরা সবাই মিলে রাগিব ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই:D এবং তার কাছে কেক খাওয়ার আবদার করি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » মডারেটর রাগিব ভাইয়ের জন্মদিন
গত ২৭ মার্চ ছিল আমাদের এই ফোরামের একজন মডারেটর রাগিব ভাইয়ের জন্মদিন ...আসুন আমরা সবাই মিলে রাগিব ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই:D এবং তার কাছে কেক খাওয়ার আবদার করি
একটা কবিতা লিখলেও তা পারতেন বিপ্র। কেক খাওয়ার চাইতে সেটা বোধ করি অধিক অর্থবহত হবে।
রাগিব ভাইকে "শুভ জম্নদিন"।
-বাগিব যেন মরার আগ পর্যন্ত বেঁচে থাকে- এই কামনা করি।
একটা কবিতা লিখলেও তা পারতেন বিপ্র। কেক খাওয়ার চাইতে সেটা বোধ করি অধিক অর্থবহত হবে।
রাগিব ভাইয়ের জন্মদিনে লিখলাম না...আপনার জন্মদিনে অবশ্যই লিখব মাসুদ ভাই...।।(অন্তত ২/১ সপ্তাহ আগে জানাবেন)
ধন্যবাদ ...ভালো থাকবেন
আশায় বুক বাঁধিলাম।
আশায় বুক বাঁধিলাম।
বুক বাঁধবেন না হার্টের সমস্যা হলে কিন্তু আমি দায়ী থাকবো না
দুঃশ্চিন্তা করবেন না প্লিজ। ফোরামে ডাক্তার আছেনা!
আরে এত ভাল খবর অথচ আমি জানলাম। শুভেচ্চা রাগিব ভাইকে। ইশ! গতকাল জানলে ভাল হত ।
আরে এত ভাল খবর অথচ আমি জানলাম। শুভেচ্চা রাগিব ভাইকে। ইশ! গতকাল জানলে ভাল হত
।
গতকাল জানলে কি করতেন: শুভেচ্ছা জানাতেন?
গতকাল জানলে কি করতেন: শুভেচ্ছা জানাতেন?
:cool::cool::cool::cool: বলা যাবে না।
মাসুদকরিম লিখেছেন:গতকাল জানলে কি করতেন: শুভেচ্ছা জানাতেন?
:cool::cool::cool::cool: বলা যাবে না।
লুকোচুরি মনে হচ্ছে!!! ব্যাপারটা তদন্ত করে দেখা দরকার তো।
লুকোচুরি মনে হচ্ছে!!! ব্যাপারটা তদন্ত করে দেখা দরকার তো।
রিপোর্ট কিন্তু আগামী জন্মদিনের আগেই জমা দিবেন :)
রাগিব গুগলে ইন্টার্নিশীপের জন্য নির্বাচিত হয়েছেন.... এ জন্যও অভিনন্দন।
রাগিব গুগলে ইন্টার্নিশীপের জন্য নির্বাচিত হয়েছেন.... এ জন্যও অভিনন্দন।
সত্যি???? আবারও অভিনন্দন।
তবে স্লাইট মাইন্ড খাইলাম যে রাগিব ভাই নিজে কিছুই জানালেন না ।
শুভ জন্মদিন রাগীব ভাই!!
তবে সত্যিই, মাইন্ড খাওয়ার মতই কথা, রাগীব ভাই আপনার ওপর কাফফারা বা সদকা ধার্য করতে হবে, না হলে কিন্তু....
শুভ জন্মদিন রাগিব ভাই।
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » মডারেটর রাগিব ভাইয়ের জন্মদিন
০.০৫৭৪৪০৯৯৬১৭০০৪৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.২৯৪৮৭৫৩০১৪৪২ টি কোয়েরী চলেছে