টপিকঃ প্রায় অসম্ভব কিছু ছবি বা বায়ো প্রিন্টার
আসলে এটা এই বিভাগে হওয়ার কথা না নিয়মানুসারে। কিন্তু বিবিধে এই টপিক ঠিক মানাবে না, এছাড়া এখানে থাকলে নতুন যারা আসবে বা যারা আঁকা আঁকি করে তারা দেখে অনুপ্রেরণা পাবে তাই এখানে দেওয়া
তারপরেও নিয়ন্ত্রক বা সমন্বয়ক বা কেউ মন করলে সরিয়ে নিতে পারেন...
আমি অনেক আগে কিছু ছবি ( পেইন্টিং ) এর খোজ পেয়েছিলাম যেটা দেখতে হুবুহু ক্যামেরায় তোলা মনে হয়...
তো সেগুলো এত নিখুঁত ছিলো না জুম করলে বোঝা যেত কিন্তু কিছুদিন আগে কিছু পেইন্টিং পেলাম যা দেখে আসলেই বোঝা সম্ভব নয় এগুলো হাতে আঁকা। নেটে খুঁজে দেখলাম শুধু এক বা একাধিক নয় এমন ট্যালেন্ট প্রচুর আছেন...
তেমনি একজন pedro campos ইনি মাদ্রিদের অধিবাসী। এনার সম্পর্কে বিস্তারিত নেটে বা ইউকিতে পেলাম না। যেটুকু নেটে পেলাম ইনার বয়স ৪৩ থাকেন মাদ্রিদে। সম্ভবত এনার পিতা বা মাতা বিখ্যাত রাজনীতিবিদ এবং এটর্নী পেড্রো ক্যাম্পোস এর ভক্ত ছিলেন
তো দেখাযাক এনার কিছু ছবি ( প্রায় সব ছবিই ওনার ওয়েবসাইট থেকে নেওয়া )
আরেকজনের আঁকা এটা... শুধুই পেন্সিলে আঁকা......
আকার সময় তোলা ছবি...
এই টপিকে কেউ সম্মাননা দেবেন না... ( এমনিই দিতো না একটু ভাব নিলাম আরকি!! )