টপিকঃ রিলিফ
নাম দেখে ভাবতেছেন রিলিফের আটা, গম, চালের খবর চারুকলা বিভাগে কেন। রিপোর্ট করতে উদ্যত হবার আগে বলে নেই এটা সেই রিলিফ না। এটা ভাস্কর্যের রিলিফ
চারুকলা পরীক্ষার জন্য এগুলা পরসিলাম। পরীক্ষায় কাজে লাগেনি। তাই ভাবলাম বিতরন করি।
রিলিফঃ একটা বেসের উপর ভাস্কর্য তৈরি করা হয় যা বেসের সংগে লেগে থাকে। এগুলা সাধারনত স্থানান্তর করা যায়না।
রিলিফ ৪ প্রকার। যথাঃ-
১. কাউন্টার রিলিফ ( আমি নাম দিসি বেশি গর্ত রিলিফ)
২. সাংকেন রিলিফ (আমি নাম দিসি গর্ত গর্ত রিলিফ)
৩. লো রিলিফ (আমি নাম দিসি ফুলা ফুলা রিলিফ)
৪. হাই রিলিফ (আমি নাম দিসি বেশি বেশি ফুলা রিলিফ)
১. কাউন্টার রিলিফঃ এগুলা বেস গর্ত করে করা হয়। যেন ত্রিমাত্রিক।
২. সাংকেন রিলিফঃ এগুলা বেসে থেকে ভিতরে গর্ত করে করে বানানো হয়। তাই এদের সাংকেন অর্থা ডুবা রিলিফ বলে।
৩. লো রিলিফঃ এগুলা নরমাল ফুলা ফুলা থাকে। অনেকটা যেন পানিতে ভেসে আছে যেন বেসের উপর।
৪. হাই রিলিফঃ এগুলা একটু বেশিই ফুলা থাকে। যেন ত্রিমাত্রিক। অনেক সময় কোনো অংশ বেস থেকে বিচ্ছিন্ন হয়ে বের হয়েও আসতে পারে।