টপিকঃ দ্যা ডেডলকের সুইসাইড নোট ও বাই ডিফল্ট কিছু রিপ্লাইনামা
যদি আজ দ্যা ডেডলক একটি সুইসাইড নোট লিখতেন তবে তা নিম্নরূপ হতো
শেষ বারের মতো সবাই কে বিদায়
আজ আমি শেষ বারের তো ফোরামে পোস্ট করছি।আমি আর বাঁচতে চাই না। কিছু দিনের মধ্যেই আমি সুইসাইড খাবো থুক্কু করবো। এমন কঠিন সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছি তা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে। নীচের সেগুলো একে একে দিলাম।
প্রথমেই আমি আমার সুইসাইড করার ৪০% দায়ী করবো প্রজন্ম ফোরামকে । কারণ হলো
১। সেরা মৌলিক রম্য-২০১২ পুরস্কার না পাওয়া। এর রক্তক্ষরণ এখনো আমার মনে চলছে। পোলাপান আমাকে ভোট না দিয়ে দিল কোথাকার কোন কাউয়া কে।
২। আট মাস ধরে আমার সম্মাননা ৬০০ এর ঘরেই রয়েছে। ইচ্ছা করলে একটু ধাক্কা দিয়ে ৭০০ এর ঘরে আপনারা নিয়ে যেতে পারতেন। কিন্তু তা আপনারা করলেন না।
৩। শেষ বারের মতো সতর্কতা বার্তা পাওয়া। সতর্কতা বার্তা পাঠাতে তো টাকা লাগে না। তবু মডুদের কথা বার্তা শুনে মনে হয়েছে আমাকে আর কোন দিন সতর্কতা বার্তা পাঠাবে না (ডাইরেক্ট চিরস্থায়ী ব্যান করবে)। বছরে পাঁচ-ছয়টা সতর্কতা বার্তা দিতে তাদের সমস্যা কোথায় ??আর বাকি ৬০% হলো
কোন বিশেষ কারণ নাই। এমনিতেই আর ভালো লাগছে না জীবন।আমার কাছে জীবনের সংজ্ঞা হলো, ব্রেনে ডাটা কালেকশন ও তা এনালাইসিস করা, প্রজনন এর মাধ্যমে নিজ জাতির বংশ বিস্তার করা এবং বিবর্তনের মাধ্যেমে একটি শক্তিশালি প্রজাতির সৃষ্টি করা। এই ব্রেন সচল রাখার জন্য খাবার গ্রহণ করা আর খাবার গ্রহণ এর জন্য কর্ম করা।
আর আমার ব্রেন এমনিতেই শর্ট আছে। তার ওপরে আরো শুধু শুধু ডাটা নিয়ে লাভ কি ? এমনিতে যখনই মারা যাই না কেন, ব্রেনের সব ডাটাই সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে, এমনিতেই দুনিয়াতে ৭০০ কোটি লোক আছে, এরাই বংশ বিস্তার করার জন্য যথেষ্ট। আমার এখানে অংশগ্রহন করার কোন দরকার নাই।
এই সব কথা বাদ দিয়ে আমার শেষ কথা হলো, ২০১১ সালের প্রজন্ম ফোরামের প্রাণবন্ত যুগের কথা, সুইসাইড করার আগে আমার ভালো ভাবেই মনে পরবে। আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আর বাচ্চা নিলে একটা বাচ্চা নেবেন।
সেই সাথে সবাই দোয়া করবেন যেন, উপরে কেউ না থাকে। স্রষ্টা থাকলে ডাইরেক্ট জাহান্নামে দেখা দেখা হবে আপনাদের সাথে।
আর আমি ঢাকা থেকে প্রায় ৪০০ কিমি দূরে গিয়ে ও হাতের থাকা টাকা শেষ হলে আত্মহত্যা করবো। তাই আত্মহত্যার নিউজ গুগল সার্চ করে নিজের সময় নষ্ট করবেন না।
শেষ বারের মতো বিদায়।
আল্লাহ হাফেজ - বাংলাদেশ জিন্দাবাদ (যারা BNP কে সাপোর্ট করে তাদের জন্য )
জয় বাংলা- জয় বঙ্গবন্ধু (যারা AL কে সাপোর্ট করে তাদের জন্য )
বিদায় বন্ধু বিদায় (যারা BNP-AL সাপোর্ট করে না তাদের জন্য)ইতি
দ্যা গ্রেট ডেডলক
টপিক দেবার সাথে শুরু হবে টপিক হিটের বন্যা। ২ ঘন্টাতে ১০ কমেন্ট। ১০ ঘন্টাতে ৩০ টি কমেন্ট। ২৪ ঘন্টাতে হিট হবে ১০০০ বার। কিছু রিপ্লাই হবে বাই ডিফল্ট। আসুন দেখে নাই সেই সব বাই ডিফল্ট রিপ্লাইনামা।
১। বয়সে একটু সিনিয়র(৩০+) সদস্যদের রিয়েকশন
সদস্য_১ আগে জানালে ডেডলককে আমি উন্নত মানের একটি 3D পিস্তল গিফট করতাম।
শামীম শুনেছিলাম, ডেডলক আমার বাসার আসে পাশে থাকে। আমার গরীব ক্যামেরা দিয়ে তার ছবি তোলা আর হলো না
ইলিয়াস হুম
ছবি-Chhobi ডেডু ভাই। মাথা ঠান্ডা করে ফিরে আসুন। সুইসাইড করে কোন লাভ নাই।
invarbrass আগেও বলেছি। আজ আবারো বলবো, প্লীয... ডোণ্ট বী স্টুপিড! ডোণ্ট বি আ কাওয়ার্ড....
২। ফাজিল মার্কা ফোরামিকদের রিয়েকশন
Jol Kona আরে ডেডলকের কলিজাতে জোর আছে নাকি ? এ জিন্দিগিতেও সুইসাইড করতে পারবে না। আর সুইসাইড করতে ৪০০ কিমি দূরে যেতে হয় নাকি? আজব! বাসায় ফ্যান আছে কি করতে ?
Jemsbond তা ভার্জিন অবস্থাতেই সুইসাইড করছেন ? নাকি অলরেডি পুরুষ হয়ে গেছেন
সারিম ডেডু ভাই এর সেই বিখ্যাত কবিতে মেরে দেই
বিদায় বন্ধু বিদায়
-মাহফুজ খান
বিদায় বন্ধু বিদায়
হৃদয় আমার ব্যথিত আজি
তোমার এই বিদায় লগ্নে।
ছোট ছোট স্মৃতমালা শুধু
ভেসে উঠেছে এ দু' নয়নে।
জানি বন্ধু,
দেখা হবে আবার একদিন
নতুন কোন এক সুখময় স্মুতি নিয়ে।
সেদিন বন্ধু মনে রেখো,
ঠিক এমনি করে এই আমাকে।
জানি বন্ধু,
মন ভালো নেই
তোমার আমার বুকের ভিতর।
দু' নয়নের অশ্রু ছাড়া,
নেই যে কিছু দেবার আমার।
ক্ষমা করে দিও হে বন্ধু,
যদি এতটুকু ব্যথা দিয়ে থাকি।
বিদায় বন্ধু, বিদায়।
অরুণ ভাই। উপরে কেমুন আছে তা MMS করে জানিয়েন।
তাহমিদ আফসার #RipTheDeadlock #Rip_দ্যা_ডেডলক
৩। সিরিয়াস টাইপের সদস্যদের রিয়েকশন
উদাসীন ডেডলক নানান বাজে কাজ করেছে - এটি সেগুলির মধ্যে জঘন্যতম! আমি ডেডলকের জন্য মডু প্যানালে নানান সময় বাদানুবাদও করেছি। যেটি আমরা খুব কমই করি। কিন্তু ডেডু এবার আমাকে ভীষণ হতাশ করেছে। এই ভাবে সুইসাইড করার আগে আমাদের নামে অপবাদ দিয়ে গেল। ছিঃ ডেডলক ছিঃ ।
ফয়সল সাইফ আমি তো আগেই প্রমাণ করে দিয়েছি বিবর্তন বলে কিছু নাই। তাও বিবর্তনের মতো কাল্পনিক বিষয় এখানে নিয়ে আসার মানে কি ?
সেভারাস আমার খানিকটা সন্দেহ হয়, পুরা লেখাটাই বানোয়াট। একটা নতুন ক্যাচাল তৈরির ফন্দি!!
আহমাদ মুজতবা WTF! কেউ বলে কয়ে সুইসাইড করে নাকি ? গ্রো আপ ম্যান । আগে সুইসাইড করেন তারপরে সুইসাইড নোট দেন।
মেহেদী৮৩ Seriously ? ভার্চুয়াল জগতের জন্য সুইসাইড। ফাইজলামির একটা সীমা থাকা উচিৎ।
আশিফ শাহো Totally Rubbish! মরবেন ভালো কথা। এখানে বলার কি আছে।
৪। ধার্মিক সদস্যদের রিয়েকশন
মেরাজ০৭ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
নিশাচর নাইম আল্লাহ্কে ভয় করুন। দাওয়াতে তাবলীগে কিছুদিন সময় একান্তই আল্লাহর কাছে আপনার সমস্যাগুলোর সমাধান চান। ইনশাআল্লাহ্ তিনি সমাধান এর পথ করে দিবেন। আমার ক্ষেত্রে নিঝুম রাতে একাকী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা জীবনে নতুন করে অনেককিছু পাওয়ার ক্ষেত্রে দৃঢ়তা এনে দেয়। আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন।
৫। এন্টি-সুইসাইড সদস্যদের রিয়েকশন
ছায়ামানব ভাই, বেশী বেশী মুভি দেখুন কম কম সুইসাইড করুন।
আরণ্যক পোলাপানের আসলেই কাজ নেই। তাই এ সব চিন্তা মাথায় আসে।
সমালোচক এমন ছেলে মানুষি করার মানে কি ?
নুশরাত লিরা আত্মহত্যা কোন সমাধান না। প্লীজ,নিজের পরিবারকে এতখানি কষ্ট দেবেন না। আল্লাহ আপনার সকল দুঃখ দূর করে দিবেন। একটু ধৈর্য্য ধরুন।
===========
টপিক খোলার ২৪ ঘন্টা পরে নীচের কমেন্ট দেখবেন
শিপলু টপিক লক করা হলো
সবশেষে লেখাটি উৎসর্গ করছি ফোরামের দুই সদস্য
আল মাহমুদ ও সীমান্ত ঈগল (মেহেদী)