Re: উইন্ডোজ বুটে সমস্যা
ইউএসবি থেকে কি সেটআপ দিতে চাচ্ছেন? উইন্ডোজ ৭? তাহলে মাইক্রোসফট এর windows 7 usb download tools ব্যবহার করুন
৩ ১৮-১১-২০১৩ ১৮:৫৮ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (১৮-১১-২০১৩ ১৮:৫৯)
Re: উইন্ডোজ বুটে সমস্যা
Re: উইন্ডোজ বুটে সমস্যা
আমি অবশ্য সবসময় Universal USB installer দিয়ে যে কোন ওএস এর বুটেবল পেনড্রাইভ তৈরি করি।
৫ ১৮-১১-২০১৩ ২০:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন forhan (১৮-১১-২০১৩ ২০:৪০)
Re: উইন্ডোজ বুটে সমস্যা
উইন্ডোজের টুল, রুফাস, ইউনেটবুটিন, আই এস ও টু ইউএসবি - সবগুলো টুল দিয়েই চেষ্টা করেছি। ইউএসবি সিলেক্ট করলে হয় পিসি রিস্টার্ট দেয়, অথবা ওই কালো স্ক্রিন শো করে। ডিভিডি রাইটার দিয়ে ডিস্ক বার্ন ও করতে পারেসিনা, i/o এরর দেখায়। বিপদে আছি।
@সাইফুল ভাই, হার্ডডিস্ক ও UEFI মুডে থাকে? বায়োস থেকে চেক করতে হবে তাহলে।
৬ ১৮-১১-২০১৩ ২১:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (১৮-১১-২০১৩ ২১:৪০)
Re: উইন্ডোজ বুটে সমস্যা
আপনার পিসির সমস্যা দেখে মনে হচ্ছে পিসির হার্ডওয়্যারগুলোর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, বিশেষ করে আপনি যদি পুরাতন র্যাম ব্যবহার করতে থাকেন তাহলে দেখুন প্রসেসর-মাদারবোর্ডের সাথে বাস স্পীডে ও ddr2-3 জাতীয় কম্প্যাটিবিলিটি ভেরিয়েশন আছে নাকি।
আর ভালো হয় পরীক্ষামূলকভাবে লিনাক্স সেটাপ দিয়ে দেখুন কোন সমস্যা ছাড়া পিসি চলে কিনা।