টপিকঃ মেঘের মাঝে বাড়ি.........
মেঘের মাঝে বাড়ি
................. কাজী ফাতেমা ছবি
-------------------------------------
হিমুর কারিগর অসময়ে হারালে
অন্তহীন হিমে আচম্বিতে পা বাড়ালে;
মেঘের উপর গড়ে নিলে বাড়ি
চলে গেলে মর্তলোক ছাড়ি ।
তোমার সৃষ্ট হিমুরা এখনো প্রখর রোদ্দুরে
হলুদ সাজে খালি পায়ে হাঁটে দুর বহুদুরে।
আর! হিমুনিরা হলুদ শাড়ি পড়ে ভিজে ভিজে হয় সারা
তুমুল বর্ষনে ঝর ঝর মুখর রবে বহে অজর ধারা...
তিথিরা বেদনায় নীল, জল মুছে চোখের বার বার
নীল তোয়ালে ভিজে হয় নীল, অন্তর পুড়ে ছারখার।
এখনো নলিনি বাবু বিএসসি চন্দ্র ঘাটে বসে
মুখখানি প্রতিফলিত আলোয় ঝলমল চাঁদের আলো এসে।
নুহাশ পল্লীর ঘাটে প্রতি পুর্নিমার রাতে
আসবে তুমি, গল্প সবে মিলে একসাথে।
মবিন মাস্টাররা নি হয়ে কল্পনায় ভাসে
বিস্মিত ক্ষমতায় শব্দময় জগতে শব্দ তরঙ্গ খিলখিলিয়ে হাসে।
কল্পনার রং ছড়িয়ে অন্য ভুবনে
সৃষ্টি অন্য জগত নি দের নিয়ন্ত্রনে।
দ্বিতীয় মানব খলিলুল্লাহ হাত পা বাঁধা ইটের ভাটায়
স্বাগত জানায় খলিল,
মাহতাবের মেয়ে টুনটুনি হলো মানব দ্বিতীয় সম্প্রদায়।
পাঞ্জাবীতে ইস্ত্রি নেই; দলামচা ভাব তার
পড়ে আছে যে সে পাঞ্জাবী, সে কবি আতাহার।
কবি আওড়ায় কবিতা, পড়ে শোনায়; শোন নিতু;
চাঁদটা যে তোমার মতই সুন্দর আর ভিতু।
ভুলেনি কেউ, তোমার ভক্তরা মনে রাখবে চিরদিন
স্বরি তোমায় এই দিনে, আছ অন্তরে; হওনি লীন।
সাদা মেঘের উপর বাড়ি তোমার, আছ ঠান্ডা পরশে
বৃষ্টি হয় ঝরবে অনন্তকাল, ভক্তদের আকাশে ।
এই মেঘ এই রোদ্দুর