২১

Re: ফায়ার ড্র্যাগন - প্রাচীন চাইনীয সারফেস স্কিমিং ক্রুয মিসাইল

৪নাম্বার ছবিটার মত একটা একদম ছোট্ট প্লাটিকের খেলনা মিসাইল আমার ছোট ভাইয়ার ছিল tongue
কে দিসে মনে নাই  thinking তবে সেটা দিয়ে আমার ভাতিজাকে ঠুস করে মারার কারনে সে এটাকে চাবায় নষ্ট করে ফেলছে!  angry দাঁত তো না একতা ব্লাইন্ডার।
আর এই জন্য ভাইয়া টেনিস বল এর সাথে চুইঙ্গাম লাগায় মিশাইল বানায় আমাকে মারছে!  angry দুই বদমাশ!

আর
বানোবো প্রজাতি!!   tongue_smile hehe big_smile lol lol2
ব্রাশুদাতো এক পোষ্টেই সবাইকে পুরা আদিম যুগ ঘুরায় আনলেন!!!

২২

Re: ফায়ার ড্র্যাগন - প্রাচীন চাইনীয সারফেস স্কিমিং ক্রুয মিসাইল

চাইনিজরা হয়ত এতদিনে বুঝতে পারছে কি ভুলটাই না করছিল তখনকার তাদের ডেভোলপ করা টেকনোলজীগুলোকে ধরে রাখতে না পেরে। হয়ত তখন এত শান্তিপ্রিয় স্বভাবের না হলে আজ আমেরিকা না চাইনিজরাই শাসন করত এই পৃথিবীকে।যা হয়ত ফিউচারেও করবে।

ব্রাশুদাকে ধন্যবাদ কিছু সুন্দর তথ্য শেয়ার করার জন্য।

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত