২২ ১৪-১১-২০১৩ ০৩:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১৪-১১-২০১৩ ০৩:৪১)
Re: মাছেদের ভর্তা! :3
Jol Kona লিখেছেন:আর "প্রানের তো কোন প্রোডাক্টই কিনবেন না .................. এমনিতে সব ভেজালের তার উপর এটা আরও বেশি ভেজাইল্যা!
আমি তো আরো বেছে বেছে প্রাণই কিনি যদিও সেদিন জলপই এর আচার কিনে ধরা খাইলাম। পুরাই ভিনেগারের গন্ধ। ইয়াক!!
খবরদার প্রানের আর কোন প্রোডাক্ট কিনবা না মুজতাবা! পরে তোমারে না আমাদের টিকিট কেটে হাসপাতালে গিয়ে দেখে আসতে হয়!
ভাই এত পয়সা নাই গো আমাগো! প্রানের জিনিশ থেকে ৩০০০ মাইল দূরে থাকবা! কারখানার লোকরা নিজেরাও তাগো ঘরের জন্য এই প্রোডাক্ট নেয় না! -_- ১০ টাকা বেশি দিয়ে হইলেও ভাল জিনিশ কিন তাও এই সব কিনে খাইয়ো না!
এর থেকে বিডি ফুড অনেক বেটার । এদের ফুড কোয়ালিটি কন্ট্রোল বেটার! কিছু মিক্সড থাকবে প্রোডাক্টে; মার্কেটের জন্য।
২৩ ১৪-১১-২০১৩ ০৪:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (১৪-১১-২০১৩ ০৪:০২)
Re: মাছেদের ভর্তা! :3
আহমাদ মুজতবা লিখেছেন:আমি তো আরো বেছে বেছে প্রাণই কিনি যদিও সেদিন জলপই এর আচার কিনে ধরা খাইলাম। পুরাই ভিনেগারের গন্ধ। ইয়াক!!
খবরদার প্রানের আর কোন প্রোডাক্ট কিনবা না মুজতাবা! পরে তোমারে না আমাদের টিকিট কেটে হাসপাতালে গিয়ে দেখে আসতে হয়!
ভাই এত পয়সা নাই গো আমাগো! প্রানের জিনিশ থেকে ৩০০০ মাইল দূরে থাকবা! কারখানার লোকরা নিজেরাও তাগো ঘরের জন্য এই প্রোডাক্ট নেয় না! -_- ১০ টাকা বেশি দিয়ে হইলেও ভাল জিনিশ কিন তাও এই সব কিনে খাইয়ো না!এর থেকে বিডি ফুড অনেক বেটার । এদের ফুড কোয়ালিটি কন্ট্রোল বেটার! কিছু মিক্সড থাকবে প্রোডাক্টে; মার্কেটের জন্য।
বেছে বেছে প্রাণের জিনিশ কিনতে বুঝিয়েছি যে সব ইন্ডিয়ান প্রডাক্টের ভীড়ে বেছে বেছে দেশী প্রডাক্ট কিনতে যেয়ে প্রাণ কিনা লাগে। এদের জিনিশ ছাড়া অন্য কোনো বাংলাদেশী প্রডাক্ট পাওয়াই যায় না থাকতো কিনার কথা। এবং এখানে বাংলাদেশী জিনিশের দামই সবচেয়ে বেশী কারণ খুব একটা পাওয়া যায় না আর যা পাওয়া যায় তা প্রাণের, নাহলে আরো দুই একটা নাম না জানা নতুন কোম্পানীর। কি বিপদে পড়লাম। এখন থেকে ইন্ডিয়ান জিনিশই কেনা লাগবে দেখা যাচ্ছে। সমস্যা একটাই এদের স্পাইস গুলার ঝাল একটু কম
Re: মাছেদের ভর্তা! :3
আলাদা মরিচের গুড়া মাখায় নিও ঝালের জন্য!!
নিজের দেশি প্রোডাক্ট বলে খেয়ে অক্কা পাবার দরকার নাই। "প্রান" খেয়ে নিজের প্রান হারায়ইয়ো!
মানুষ যে কি খাবে!!! সব কিছুতেই ভেজাল!
Re: মাছেদের ভর্তা! :3
আপু জ্বিভে জল এসে গেল...
আমাদের বাড়িতে আমি, আব্বু, ভাইয়া আমরা তিনজনই ভর্তা খুব পছন্দ করি...
২৬ ১৪-১১-২০১৩ ০৯:৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (১৪-১১-২০১৩ ০৯:৫৫)
Re: মাছেদের ভর্তা! :3
আচ্ছা সাপের ভর্তা খেতে কেমন লাগতে পারে?? ( টাকি মাছটা দেখতে ঢোঁরা সাপের মত লাগছে... )
মুজ্জির প্রতি
https://www.google.com.bd/search?q=%E0% … iAev44HICQ
২৭ ১৪-১১-২০১৩ ১৪:৪৪ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১৪-১১-২০১৩ ১৪:৪৮)
Re: মাছেদের ভর্তা! :3
আচ্ছা সাপের ভর্তা খেতে কেমন লাগতে পারে??
( টাকি মাছটা দেখতে ঢোঁরা সাপের মত লাগছে... )
মুজ্জির প্রতি
আর কিছু কি পেলেন না ভাইয়া সাপের ভর্তা খাবেন!!
ও আচ্ছা!! টাকি মাছ!! ভাইয়া ১ম রেসেপি সেটাই ^_^ বানায় খেয়ে দেখেন তো কেমন হয়!!!
Re: মাছেদের ভর্তা! :3
সমালোচক লিখেছেন:আচ্ছা সাপের ভর্তা খেতে কেমন লাগতে পারে??
( টাকি মাছটা দেখতে ঢোঁরা সাপের মত লাগছে... )
মুজ্জির প্রতি
![]()
আর কিছু কি পেলেন না ভাইয়া সাপের ভর্তা খাবেন!!
![]()
ওয়াক থু........
এই মেঘ এই রোদ্দুর
Re: মাছেদের ভর্তা! :3
সমালোচক লিখেছেন:আচ্ছা সাপের ভর্তা খেতে কেমন লাগতে পারে??
( টাকি মাছটা দেখতে ঢোঁরা সাপের মত লাগছে... )
ওয়াক থু........
ছবি ভাই ভাইয়া টাকি মাছের কথা বলছে
আমি ভাবছি সাপ
Re: মাছেদের ভর্তা! :3
ছবি-Chhobi লিখেছেন:ওয়াক থু........
ছবি ভাই ভাইয়া টাকি মাছের কথা বলছে
![]()
আমি ভাবছি সাপ
![]()
সাপ প্রসং্গ আনা ঠিক হয়নি ... এর জন্য সমোলোচককে ১০২ টা মাইনাস ........
এই মেঘ এই রোদ্দুর
Re: মাছেদের ভর্তা! :3
ছবি মালিককে জিগাইতে হবে কি মাছ এটা আর সেটা আমি ইহ জীবনে আর জিজ্ঞাসা করব না! -_-
ছবির মালিক আর তাহার বন্ধুরা কি সাপ ওয়ালা মাছ খাইছে! -_-
সমালোচক ভাই, আন্নে ভর্তার দিকে না ছাইবেন!!! কোনা দি কি দেয়েনের .........
এরোই, উজ্ঞা মাইর দিয়ুম! আর ভর্তার রেসিপির মইধ্যে, সাপ- ব্যাং কুচা- মুছা কিয়া!!!!
Re: মাছেদের ভর্তা! :3
সমালচক ভাই এইটা ' মাতী ' মাছ .
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও