টপিকঃ কাঠগোলাপ
অনেক দিন আগে গিয়েছিলাম নুহাশ পল্লীতে। নুহাশ পল্লীর বড় দিঘিটার সামনে একটি কাঠগোলাপের গাছ আছে। তখন গাছটিতে বেশ কিছু কাঠগোলাপ ফুটে ছিলো, এই সেই কাঠগোলাপ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » কাঠগোলাপ
অনেক দিন আগে গিয়েছিলাম নুহাশ পল্লীতে। নুহাশ পল্লীর বড় দিঘিটার সামনে একটি কাঠগোলাপের গাছ আছে। তখন গাছটিতে বেশ কিছু কাঠগোলাপ ফুটে ছিলো, এই সেই কাঠগোলাপ।
আহ্। টপিকে প্রবেশ করার আগে কালো গোলাপ ভাবতেছিলাম। আমি এটাকে আগে কাঠালি চাপা ভাবতাম
আহ্। টপিকে প্রবেশ করার আগে কালো গোলাপ ভাবতেছিলাম। আমি এটাকে আগে কাঠালি চাপা ভাবতাম
হা হা হা
কাঠালি চাপা ছোট একটা ফুল, প্রচণ্ড গন্ধ হয়।
এটার নাম যে কাঠ গোলাপ তাই জানতাম না।
সন্দুর টপিক দস্যু ভাই।
এটা যে কাঠ গোলাপ আমিও জানতাম না, এর গন্ধটা খুব মিষ্টি
আরণ্যক লিখেছেন:এটা নাম যে কাঠ গোলাপ তাই জানতাম না।
সন্দুর টপিক দস্যু ভাই।
বোরহান লিখেছেন:এটা যে কাঠ গোলাপ আমিও জানতাম না, এর গন্ধটা খুব মিষ্টি
এবার তো আমি নিজেই সন্দেহে পরে যাচ্ছি, "আসলেই এটা কাঠগোরাপ তো!!"
হা হা
সন্দেহের কিছু নাই। এটা নিশ্চিত ভাবেই কাঠ গোলাপ।
গুগলও তাই বলে।
যাক, এইবার নিঃসন্দেহ হওয়া গেলো
কি সুন্দর ফুল। এই গাছ টবে হবে?
কি সুন্দর ফুল। এই গাছ টবে হবে?
কোনো সুযোগ নাই, বনসাই হবে কিনা তা অবশ্য জানা নাই।
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » কাঠগোলাপ
০.০৪৫৯৫৫১৮১১২১৮২৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৫.০৪০৮৯৯১৫৪৩৪৫ টি কোয়েরী চলেছে