Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
ছবির চেয়ে খাবার গুলি বেশি ভাল লেগেছে।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
কয়েকটা গতকালই দেখলাম। মনে হচ্ছে, দিনের আলো ছাড়া ক্যামেরা বাবাজি ঠিকমতন ফোকাস করতে পারেনা।
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
দিনের আলো ছাড়া ফোকাস হয় না
খাবার গুলো
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
লো লাইটে শাটার স্পিড কমিয়ে ফেলে বলে ইজিলি ব্লার হয়ে যাচ্ছে। + আইএসও বাড়াচ্ছে অনেক একটু বেশী। তার সাথে সেন্সর বেশী ছোট সম্ভবত। কাজেই লোলাইটে ভাল ছবি তোলা বেশী কঠিন হচ্ছে। ডে লাইটে + রিচ লাইট ছবিগুলাতো অনেক ভাল আসছে দেখি।
ও! বিল্ডিং এর ছবিটা একটু কোল্ড লাগলো। সেটিংস এ লাইট সেটিংস Daylight করে দিনে ছবি তুলতে পারেন। Warmth একটা ভাব থাকে। ভালই লাগে। সন্ধ্যার দিকেও Day Light mode এ রেখে ছবি তুলে দেখতে পারেন।
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
খাবারের ছবিগুলো লোভনীয়
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
আমি কালকে রাতেই শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু বকা খাওয়ার ভয়ে দেই নাই। রাইত বিরাইতে খাবারের ছবি দেখে লুকজনের খিদা পাবে আর ... ...
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
বাংলাদেশে সুশি!!!! শামীম ভাই জ্যপনিস সুশি খাবার পর বাংলাদেশের সুশি কেমন লাগলো জানাবেন এই খাবার আমার গলা দিয়েই ঢুকে না কোনো কারণে..
১২ ১২-১১-২০১৩ ১৬:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১২-১১-২০১৩ ১৬:১৮)
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
ভাত কম খান। ভূঁড়ি কমান। তা সে বাংলা ভাতই হোক, আর জাপানি/কোরিয়ান কারুকার্যময় ঘাস-পাতা মোড়ানো ভাতই হোক। ভাইজান, আপনার কিপটামোটা(!) কমিয়ে একখানা ডিএসএলআর খরিদ করা আশু প্রয়োজন। আপনার আগ্রহ ছিল; এখনও সেটা ফুরিয়ে যায় নি (যতই ভাব ধরেন)। গরিব ক্যামেরা থেকে জবরদস্তি করে যা বের করে আনছেন, তাতে বিস্মিত না হয়ে পারা যায় না!
Re: গরীব ক্যামেরার ছবি - ০৩ (এক্সপেরিমেন্ট এবং খাদ্য দ্রব্য)
সুশি দেখে লোভ হচ্ছে, অনেকদিন খাওয়া হয়না। যাই হোক আমার খাবারের ফটোই বেশি পছন্দ হয়েছে।